১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারত মুক্তিযুদ্ধকে যদি অন্যভাবে দেখে, সেটা তাদের ব্যাপার : ব্রিগেডিয়ার সাখাওয়াত

নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. সাখাওয়াত হোসেন - ছবি : সংগৃহীত

ভারত যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অন্যভাবে দেখে, তাহলে সেটা তাদের ব্যাপার বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার সকালে সিলেট মেরিন একাডেমির কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের প্রধানমন্ত্রীর টুইট প্রসঙ্গে এ কথা বলেন তিনি।

গতকাল ভারতের প্রধান্মন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি টুইট করেন।

সেখানে তিনি বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে লেখেন, ‘আজ এই বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই।’

এ প্রসঙ্গেই সাখাওয়াত হোসেন বলেন, ‘ভারতীয় প্রধানমন্ত্রী তার মতো করে বলেছেন। কিন্তু বিশ্ববাসী জানে এ ব্যাপারে। আজ ৫২ বছর হয়ে গেছে। এই ৯ মাসের যুদ্ধ বাংলাদেশের যুদ্ধ। আমাদের প্রাণহানি হয়েছে। নয় মাস দেশ বড় রকমের রক্তপাতের মধ্যে ছিল।’

‘আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম। আমরা আমাদের যুদ্ধটি শেষ করেছি। সেখানে ভারতের সাহায্য-সহযোগিতা অবশ্যই ছিল, তাতে কোনো সন্দেহ নাই। আমরা সেটাও স্মরণ করি। কিন্তু এখন ওটাই যদি ওনারা অন্যভাবে দেখেন, সেটা ওনাদের ব্যাপার,’ তিনি যোগ করেন।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
‘আওয়ামী লীগ লুটপাটের দল’ স্ত্রী-ভাইসহ সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে দুদকের মামলা অর্থনৈতিক স্থবিরতা কাটাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই : রুমিন ফারহানা স্কুলে ভর্তির জন্য নির্বাচিত ৩ লাখ ৬ হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩, বাইডেনের নিন্দা মস্কোতে আবাসিক ভবনের কাছে বিস্ফোরণে নিহত ২ ‘শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে দেখাই প্রধান উপদেষ্টার স্বপ্ন’ রংপুর পুলিশ লাইন্স স্কুলে চালু হচ্ছে উন্নত মম শীর নামে নজরুল স্কয়ার ইয়েমেন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা, কয়েকজন অবৈধ বসতি স্থাপনকারী আহত আফ্রিকার বর্ষসেরা ফুটবলার লুকমান পায়রা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

সকল