‘প্রতিবিপ্লব করার ক্ষমতা আ’লীগের নেই’
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:১৩
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের প্রতিবিপ্লব করার ক্ষমতা কিংবা সক্ষমতা কোনটিই নেই।
আজ শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরা ভারতকে অনুরোধ করব, আপনারা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখুন। কোনো রাজনৈতিক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রাখবেন না।
তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এটি মনে রাখতে হবে। বাংলাদেশের স্বাধীনতাকে সবসময় শ্রদ্ধা জানাতে হবে। আমরাও ভারতের সার্বভৌমত্বকে শ্রদ্ধা জানাই।
সরকার ষড়যন্ত্র প্রতিরোধে কাজ করছে জানিয়ে তিনি আরো বলেন, সরকার কাজ করছে। তাদের সফলতা কামনা করি। তবে যত তাড়াতাড়ি নির্বাচিত ও জনপ্রতিনিধির সরকার হবে, তত তাড়াতাড়ি ষড়যন্ত্র কমে যাবে।