১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘বুদ্ধিজীবী হত্যার রহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে’

- ছবি : নয়া দিগন্ত

বিগত অর্ধশতাব্দী ধরে পতিত আওয়ামী-ফ্যাসীবাদীরা শহীদ বুদ্ধিজীবী হত্যা নিয়ে অপরাজনীতি করে জাতিকে বিভ্রান্ত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, ‘বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতির এসব সাহসী সন্তানদের মেধা, মনন ও মনীষা জাতিকে দিকনির্দেশনা দেয়। কিন্তু মহান বিজয়ের মাত্র দুই দিন আগে বুদ্ধিজীবীদের নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যার ঘটনা রীতিমতো রহস্যজনক। স্বাধীনতার ৫ দশক পরও তা এখনো রহস্যাবৃতই রয়ে গেছে। স্বাধীনতা পরবর্তী সরকার শহীদ বুদ্ধিজীবীদের হত্যার দায় রাজনৈতিক প্রতিপক্ষের ওপর চাপালেও রহস্য উদঘাটনে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বরং বিষয়টি নিয়ে রীতিমতো অপরাজনীতিই করা হয়েছে। তিনি শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।’

তিনি বলেন, ‘জাতি হিসেবে যারা আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চায়নি, তারাই এই নির্মম ও নিষ্ঠুর হত্যাকাণ্ডের নেপথ্যের অপশক্তি। কিন্তু অতীব পরিতাপের বিষয় যে, বিজয়ের পাঁচ দশক অতিক্রান্ত হলেও এ হত্যাকাণ্ডের কুশীলবরা আজও ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে। স্বাধীন দেশে বিশিষ্ট বুদ্ধিজীবী, সাংবাদিক ও কথা সাহিত্যিক শহীদুল্লাহ কায়সারের ভাই জহির রায়হানের হত্যার রহস্যের জট এখনো খোলেনি। তিনি অনেক ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন বলেই রহস্য প্রকাশ হওয়ার আগেই তাকে অপহরণ ও হত্যা করা হয়েছে। তার কাছে মুক্তিযুদ্ধের বিভিন্ন দলিল-দস্তাবেজ, ডকুমেন্টারি-প্রামাণ্যচিত্র সংরক্ষিত থাকার কারণেই তাকে এই নির্মম পরিণতি বরণ করতে হয়েছিল। এসব তথ্য-উপাত্ত প্রকাশ পেলে যাদের ‘থলের বিড়াল’ বেরিয়ে আসার আশঙ্কা ছিল, তারাই এসব হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল। অথচ সেই সময়ের ক্ষমতাসীনরা ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপাতেই অভ্যস্ত হয়ে পড়েছিল। তিনি শহীদ বুদ্ধিজীবী হত্যার ঘটনা তদন্তে একটি বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন করে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। অন্যথায় নির্মম হত্যাকাণ্ডের ঘটনা রহস্যাবৃতই থেকে যাবে।’

মহানগরী আমীর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দল-মত, জাতি, বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান ।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
দক্ষিণ সিরিয়া থেকে আরো রুশ সেনা প্রত্যাহার পূর্ব সুদানের বেশিভাগ বাস্তুচ্যুত পরিবার খাদ্যাভাবে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূন্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে দেয়া ‘বিশেষ সুবিধা’ বাতিল করল সুইজারল্যান্ড

সকল