’আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত’
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ ডিসেম্বর ২০২৪, ১৮:২৫
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার বলেন, ’আমরা আমাদের সব শক্তি দিয়ে বাংলাদেশকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হিসেবে গড়ে তুলব।’
তিনি বলেন, ‘জুলাই বিপ্লবে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আল্লাহ তায়ালা বাংলাদেশের মানুষকে একটি সুন্দর পরিবেশ দিয়েছেন।’
শুক্রবার (১৩ ডিসেম্বর) কাওরান বাজার আম্বরশাহ জামে মসজিদের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাওরান বাজার শাখার উদ্যোগে আয়োজিত একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আগামী ২০ ডিসেম্বর তেজগাঁও খেলাঘর মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী তেজগাঁও থানার কর্মী সম্মেলনে উৎসবমুখর পরিবেশে সবাইকে যোগ দেয়ার আহ্বান জানান।
তেজগাঁও থানা দক্ষিণের নায়েবে আমির এস এম মনির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ওই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য এবং তেজগাঁও থানা দক্ষিণের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদী।
এতে আরো উপস্থিত ছিলেন তেজগাঁও থানা দক্ষিণের সেক্রেটারি ফরিদ আহমদ রুবেল, কর্মপরিষদ সদস্য ও তরবিয়ত সম্পাদক মো: আব্দুল হক, কর্মপরিষদ সদস্য অর্থ সম্পাদক আব্দুল আজিজ, কর্মপরিষদ সদস্য অফিস সম্পাদক ডা. সৈয়দ তৌফিকুল হাসান, কর্মপরিষদ সদস্য রেলওয়ে কলোনি ওয়ার্ডের সভাপতি মো: আলী আকবর হোসাইন ও কর্মপরিষদ সদস্য বসুন্ধরা ওয়ার্ডের সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।