১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের ওপর অত্যাচার বলে প্রচার

বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুনকে হিন্দুদের ওপর অত্যাচার বলে প্রচার - ছবি : সংগৃহীত

বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে আগুন দেয়াকে হিন্দুদের ওপর অত্যাচার দাবি করে প্রচার করা হয়েছে বলে বলে জানা গেছে। তথ্য যাচাই তথা ফ্যাক্ট চেক সংস্থা রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয় যে সম্প্রতি বাংলাদেশের ইসলামপন্থীরা পেট্রোল ঢেলে হিন্দুদের পাকা ধানক্ষেতে আগুন ধরিয়ে দিচ্ছে দাবিতে ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি বাংলাদেশে ইসলামপন্থীদের দ্বারা পেট্রোল ঢেলে হিন্দুদের পাকা ধানক্ষেতে আগুন দেওয়ার ঘটনা নয় বরং, বাংলাদেশের কুষ্টিয়ায় নাসিম মিয়া নামে এক মুসলিম কৃষকের ধানে দুর্বৃত্ত কর্তৃক আগুন দেওয়ার ঘটনাকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে দেশটিভির ইউটিউব চ্যানেলে গত ০৬ ডিসেম্বর ‘রাতে পেট্রোল দিয়ে কৃষকের ধানে আগুন দেয় দুর্বৃত্তরা | Kushtia | News | Desh TV’ শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ‍উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়।

ভিডিওটি বিশ্লেষণ করে কৃষকের পরিচয় পাওয়া যায়নি।

পরবর্তী অনুসন্ধানে ‘চ্যানেল টুয়েন্টিফোর’-এর ওয়েবসাইটে গত ০৫ ডিসেম্বর ‘রাতে পেট্রোল দিয়ে কৃষকের ধানে আগুন দেয় দুর্বৃত্তরা’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, গত ০৫ ডিসেম্বর কুষ্টিয়ায় নাসিম মিয়া নামে এক কৃষকের দেড় বিঘা জমির ধান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘কৃষক নাসিম মিয়া জানান, লক্ষ্মীপুর মাঠে দেড় বিঘা জমি লিজ নিয়ে ধানের আবাদ করেছেন তিনি। ফলনও ভালো হয়। কয়েকদিন আগে ধান কেটে আটি বেধেঁ মাঠেই চারটি পালা করে রাখা হয়। ভোররাতে কে বা কারা পেট্রোল দিয়ে ধানের চারটি গাদিতেই আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। এর সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।’

অর্থাৎ, এটা নিশ্চিত যে মুসলিম কৃষককে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে হিন্দু হিসেবে প্রচার করা হয়েছে।

সুতরাং, বাংলাদেশে মুসলিম কৃষকের ধানে দুর্বৃত্তদের পেট্রোল দিয়ে আগুন দেয়ার ঘটনাকে বাংলাদেশের ইসলামপন্থীরা পেট্রোল ঢেলে হিন্দুদের পাকা ধানক্ষেতে আগুন ধরিয়ে দিচ্ছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র
Desh TV: রাতে পেট্রোল দিয়ে কৃষকের ধানে আগুন দেয় দুর্বৃত্তরা | Kushtia | News | Desh TV
Channel 24: রাতে পেট্রোল দিয়ে কৃষকের ধানে আগুন দেয় দুর্বৃত্তরা
Rumor Scanner’s Own Analysis.


আরো সংবাদ



premium cement
সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রাশিয়া, সামরিক ঘাঁটির নিরাপত্তার ওপর জোর গাজীপুর ট্রাক-কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত আরেক মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন রাশিয়া আবারো ইউক্রেনের বিরুদ্ধে 'ওরেশনিক ক্ষেপনাস্ত্র ব্যবহার করতে পারে : যুক্তরাষ্ট্র অভয়নগরে ট্রাকচাপায় নিহত ২, ট্রাকে আগুন একুশে পদকপ্রাপ্ত শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন ট্রাম্পের প্রত্যাবর্তনের আগেই নিরাপত্তা স্মারক বাইডেনের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় শ্রীমঙ্গলে বেড়েছে শীতের প্রকোপ উত্তরাঞ্চলজুড়ে তীব্র ঠান্ডা বিস্ফোরণে আফগান মন্ত্রী নিহত : আইএসের দায় স্বীকার

সকল