জামায়াত নেতা কাজী ফজলুল করিমের মৃত্যুতে ড. রেজাউল করিমের শোক প্রকাশ
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ রোকন, লক্ষ্মীপুর শহর জামায়াতের সাবেক সভাপতি, লক্ষ্মীপুর কাজী সমিতির সভাপতি কাজী ফজলুল করীম (৭৬) ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার সকাল ৭টা ২০ মিনিটে মি: মিয়া রাস্তার মাথার নিজ বাড়িতে তিনি মারা যান।
কাজী ফজলুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এক শোকবাণীতে কাজী ফজলুল করিমের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, ‘কাজী ফজলুল করিম অতিশয় ধর্মপরায়ণ, দ্বীনের একজন একনিষ্ঠ দায়ী, আল্লাহর অনুগত গোলামীতে নিজের জীবন পরিচালনা করেছেন। তার মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারালাম।’
তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাকে জান্নাতে আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া এবং তার শোকাহত পরিবারের সদস্যদের সবরে জামিল তাওফিক কামনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি