১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নরসিংদীর বেলাব অতিক্রম করছে আগরতলামুখী লংমার্চ

নরসিংদীর বেলাব অতিক্রম করছে বিএনপির তিন সংগঠনের আগরতলামুখী লংমার্চ - ছবি - নয়া দিগন্ত

বিএনপির তিন সংগঠনের আগরতলা অভিমুখী ঢাকা টু আখাউড়া লংমার্চটি নরসিংদীর বেলাব এলাকা অতিক্রম করছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এই জায়গা অতিক্রম করছে লংমার্চটি।

নরসিংদী বেলাব-মনোহরদী এলাকায় সরেজমিনে দেখা যায়, ব্যক্তি কেন্দ্রিক স্লোগান দিচ্ছে এলাকার মনোনয়ন প্রত্যাশীদের অনুসারীরা। ফেস্টুনও ব্যক্তি কেন্দ্রিক। তিনটি গ্রুপ আলাদা অবস্থান থেকে নিজের অনুসারীর স্লোগান দিচ্ছে। লংমার্চ কেন্দ্রিক কোনো ব্যানার বা ফেস্টুনের দেখা মেলেনি। এমনকি স্লোগান দিচ্ছে ‘বেলাবর মাটি, জুয়েল ভাইয়ের ঘাটি, বকুল ভাইয়ের ঘাটি, জয়নাল ভাইয়ের ঘাটি’ তিন গ্রুপ আলাদা স্লোগান দিচ্ছে।

একটু পর ভৈরব মোড় পৌঁছে যাবে লংমার্চটি। সেখানে পথসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, সভাপতিত্ব করবেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না।

আখাউড়ায় সমাবেশের মধ্যে দিয়ে লংমর্চ শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না, সভাপতিত্ব করবেন স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী।

একই ঘটনায় গত ৮ ডিসেম্বর ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনার অভিমুখে পদযাত্রা করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। নয়াপল্টন থেকে পদযাত্রাটি রামপুরা গেলে আটকে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে একটি প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনারের কাছে গিয়ে স্মারকলিপি দেন।

গত ২ ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়। হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকরা এ হামলা চালায়। হামলাকারীরা সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে আগুন দেয় ও ভাঙচুর চালায়।

এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, সহকারী হাইকমিশন প্রাঙ্গণে যে হামলা হয়েছে, তা পূর্বপরিকল্পিত বলে আমাদের ধারণা। সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয়া এবং ভাঙচুর করা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ।


আরো সংবাদ



premium cement
‘আপত্তিকর ভাষা’ ব্যবহারে শাস্তি পেলেন জোসেফ শ্রীমঙ্গলে হত্যা মামলায় প্রেমিক গ্রেফতার জামায়াত নেতা কাজী ফজলুল করিমের মৃত্যুতে ড. রেজাউল করিমের শোক প্রকাশ বাংলাদেশের স্বার্থ রক্ষায় দেশের মানুষকে সাথে নিয়ে মাঠে থাকব : মুন্না আমতলীতে ব্যবসায়ীকে আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের বিচার দাবি সিরিয়া নিয়ে আশা ও শঙ্কা ইসরাইলের সিরিয়ায় বাশারের পতনে ইসরাইল কতটুকু লাভবান অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫৭৯ কর্মকর্তা লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহত ৫ এ দেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে : সেলিম উদ্দিন এখন সময় শান্তি ও স্থিতিশীলতার : অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

সকল