২৪-এর বিপ্লবকে সফল করে তুলতে হবে : আব্দুর রহমান মূসা
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৩
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা বলেছেন, ‘অর্জিত বিজয়কে অবহেলায় হাতছাড়া হতে দেয়া যাবে না। ইসলামী আন্দোলনের কর্মীদের ঈমানী নূরে আলোকিত হয়ে কুরআন-সুন্নাহর আদর্শের ভিত্তিতে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করে ২৪-এর বিপ্লবকে সফল ও সার্থক করে তুলতে হবে।’
রোববার রাজধানীর একটি মিলনায়তনে রূপনগর থানা জামায়াত আয়োজিত এক দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আব্দুর রহমান মূসা বলেন, ‘স্বৈরাচার ও ফ্যাসীবাদের জগদ্দল পাথর দেশ ও জাতির ঘাড়ে চেপে বসেছিল। প্রায় ১৬ বছরের অপশাসন-দুঃশাসনে জনগণের সকল অধিকার কেড়ে নেয়া হয়েছিল। কিন্তু ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবে সে অবস্থার পরিবর্তন হয়েছে। আমরা নতুন করে স্বাধীনতা লাভ করেছি। এই নতুন স্বাধীনতা ও একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের বীর সন্তানেরা গুলির সামনে বুক পেতে দিয়েছিল।’
‘ইসলামী আন্দোলনের পথচলা কখনোই ফুল বিছানো ছিল না, এখনো নয়’ উল্লেখ করে তিনি সকল সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে ইসলামী আন্দোলনের কর্মীদের ময়দানে আপসহীন ভূমিকা পালনের আহ্বান জানান।
একইসাথে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় দলমত ও জাতিধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।
থানা আমির আবু হানিফের সভাপতিত্বে ও সেক্রেটারি মোশাররফ হোসেন ভূঁইয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লবী জোন পরিচালক মো: নাসির উদ্দীন।
এতে আরো উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির মো: মোশাররফ হোসেন, কর্মপরিষদ সদস্য হাসানুল বান্না চপল, হাসান মো: ইউসুফ, নুরুল ইসলাম, শাহজাহান আলী দেওয়ান, নুরুন্নবী মানিক, লতিফুর খাবির ও ওবায়দুল্লাহ খান মামুন প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা