২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘ঐক্যবদ্ধ ছাত্র-জনতার মাঝে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে’

রাজনৈতিক কর্মশালায় আবু হানিফ - ছবি : নয়া দিগন্ত

ঐক্যবদ্ধ ছাত্র-জনতার মাঝে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, ৫ আগস্টের আগে দল-মত-নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ ছিল, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। সেই জুলাই বিপ্লবে অংশ নেয়া ঐক্যবদ্ধ ছাত্র-জনতার মাঝে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। এ বিভাজনের ফাঁদে কেউ পা দেবেন না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যের কোনো বিকল্প নেই।

শুক্রবার (২৯ নভেম্বর) খুলনার নিউ মার্কেট এলাকায় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের উদ্যোগে রাজনৈতিক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

আবু হানিফ বলেন, ‘৭ জানুয়ারি ডামি নির্বাচন করার জন্য বিরোধী দলের ২০ হাজারের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছিল। যা আওয়ামী লীগের এক নেতা স্বীকারও করেছিলেন। অথচ জুলাই গণহত্যার জন্য দায়ী আওয়ামী লীগের কতজন নেতাকর্মীকে আটক করা হয়েছে, এটা জনগণের প্রশ্ন। আমরা দেখছি, দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে। গত দু’ মাসে ৫০০-এর বেশি মানুষ খুন হয়েছে। এ পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করতে হবে। এর জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরো কঠোর হতে হবে।’

তিনি বলেন, ‘দেশকে পরিবর্তন করতে হলে আগে নিজেদের পরিবর্তন করতে হবে। গতানুগতিক রাজনৈতিক চিন্তার বাইরে এসে নিজেদের সৃজনশীল করে গড়ে তুলতে হবে। ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের পুরনো রাজনৈতিক ধারা পরিবর্তন করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করত হবে। সেজন্য আমাদের নিজেদের দক্ষ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানের শুরুতে অনলাইনে কর্মশালার উদ্বোধন করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এছাড়া অনুষ্ঠানে খুলনা জেলা ও মহানগরের ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী ও গণঅধিকার পরিষদের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। কর্মশালার পৃষ্ঠপোষক ছিলেন গণঅধিকার পরিষদ খুলনা মহানগর শাখার সহ-সভাপতি ফয়সাল শেখ।

এ ছাড়া বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সোহাগ মোল্লার সঞ্চালনায় অনলাইনে বক্তব্য দেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি ডেন্টিস্ট জাফর মাহমুদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সুমন।


আরো সংবাদ



premium cement
জাপানি কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ বাড়ছে : জেট্রো মহিলা আ’লীগের ৫ নেত্রী গ্রেফতার ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর : ড. আসিফ নজরুল সকল মন্ত্রীর ছুটি বাতিল করলেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এসএসসি পরীক্ষার ফরম পূরণে বাড়ল ফি উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে : চরমোনাই পীর সাড়ে ১৫ বছরের অপরাধীদের ক্ষমা করা হবে না : জামায়াত আমির রাজউকের ৫ কর্মকর্তাকে বদলি বিভক্তি নয়, দেশ গঠনে জাতীয় ঐক্য প্রয়োজন : মাওলানা হালিম রাজশাহীতে তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার বিষয়ক কর্মশালা দেশী-বিদেশী চক্রান্তকারীরা দেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাতে চায় : স্বপন

সকল