২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতীয় মিডিয়ার ভুল প্রচারণার বিরুদ্ধে সত্য দিয়ে লড়াই করুন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম - ফাইল ছবি

ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম ও তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভুল তথ্য মোকাবিলায় ভারতীয় গণমাধ্যমের সাথে কথা বলতে নারী প্রতিবেদক ও সম্পাদকসহ অন্যান্য সাংবাদিকদের উৎসাহিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘আমাদের গল্পগুলো আমাদের মতো করে বলতে হবে। অন্যথায়, তারা তাদের পছন্দ অনুযায়ী আমাদের আখ্যান প্রতিষ্ঠা করবে।’ তিনি ভুল তথ্য প্রচারের বিরুদ্ধে লড়াইয়ে সত্যকে প্রতিষ্ঠা করার গুরুত্ব তুলে ধরেন।

শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে লিখেছেন, “ভারতীয়দের জানা উচিত যে, এর পূর্ব সীমান্তেও বুদ্ধিমান লোকেরা বাস করে এবং কয়েক মাস আগে এই মানুষগুলো মানব ইতিহাসের অন্যতম সেরা বিপ্লবের মাধ্যমে একটি ‘নিষ্ঠুর স্বৈরাচারকে’ উৎখাত করেছে।”

প্রেস সচিব বলেন, কিছু সাংবাদিক বন্ধু ভারতীয় গণমাধ্যমে বিশেষ করে তাদের পক্ষপাতদুষ্ট টিভি স্টেশনগুলোর সাথে কথা বলছেন দেখে তিনি আনন্দিত।

তিনি বলেন, ‘আমাদের মধ্যে অনেকেই ভয় পাচ্ছিলাম যে তাদের টিভি উপস্থাপকদের মৌখিক আক্রমণকে আমাদের মোকাবেলা করতে হবে।’

তিনি বলেন, কেউ কেউ ভয়কে উপেক্ষা করেছেন এবং তারা ‘সাহসের সাথে আমাদের পক্ষের গল্পটি বলছেন।’

তিনি আরো বলেন, “তারা বুঝতে পেরেছেন যে ভারতীয় কিছু সংবাদমাধ্যম এবং তাদের সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আসা ‘সাজানো ভুল তথ্য প্রচার’ মোকাবেলা করার সময় এসেছে।”

প্রেস সচিব বলেন, তিনি জানেন তারা ভুল করবেন এবং তাদের ভয়ও দেখানো হবে।

তিনি আরো বলেন, ‘কারো কারো মনে হতে পারে যে ভারতীয়রা বেশি বুদ্ধিমান। কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি সত্যসহ ক্ষমতাপ্রাপ্ত হন, তাহলে কোনো ভুল তথ্যের প্রচারণা আপনাকে থামাতে পারবে না।’

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
কলকাতায় প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানো ও জাতীয় পতাকার অবমাননার নিন্দা বাংলাদেশের পাঞ্জাব বিধানসভায় পিটিআইকে নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপন ছন্দা সিনেমা হল এখন মাদরাসা গোবিন্দগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ ‘ঐক্যবদ্ধ ছাত্র-জনতার মাঝে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে’ তরুণ প্রজন্ম হাসিনাকে পরাজিত করেছে : মাহমুদুর রহমান প্রবাসী শ্রমিকদের ভোগান্তি লাঘবে কাজ করছি : ড. আসিফ নজরুল ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৫৪ মানুষের হাতে ছিল হ্যান্ডকাপ, পায়ে ডান্ডাবেরি : মাওলানা দেলওয়ার শনিবার লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল কিয়েভে নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পুতিনের

সকল