২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

উগ্রবাদীদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : শফিকুল ইসলাম মাসুদ

সিরাত পাঠ প্রতিযোগিতার হল পরিদর্শনে গিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ - ছবি : নয়া দিগন্ত

উগ্রবাদীদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, একটি গোষ্ঠী বাংলাদেশকে উগ্রবাদীতার মাধ্যমে অস্থিতিশীল করতে চায়। উগ্রবাদীদের মূল টার্গেট হলো ফ্যাসিবাদ আওয়ামী লীগকে পুনর্বসান করা।

শুক্রবার (২৯ নভেম্বর) রাজধনীর পুরানা পল্টন কলেজে সিরাত পাঠ প্রতিযোগিতার হল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমরা আগেও দেখেছি বাংলাদেশ রাইফেলস (বিডিআর) বিদ্রোহের নামে দেশের চৌকস সেনা অফিসারদের হত্যা করা হয়েছিল। আজকে রিকশাশ্রমিক বিদ্রোহ, গার্মেন্টসশ্রমিক বিদ্রোহের মূল্য উদ্দেশ্য হচ্ছে আওয়ামীদের ষড়যন্ত্র বাস্তবায়ন করা।’

তিনি বলেন, ‘যারা প্রকাশ্যে আইনজীবী হত্যা করেছে তারা গরু হত্যাকে মহাপাপ বলেন কিভাবে? জনগণ মনে করেন তারা হাসিনার নির্দেশেই দেশকে অস্থিতিশীল করতে এ হত্যা ঘটিয়েছে।’

তিনি আরো বলেন, ‘ইসকন নিষিদ্ধ করুন এবং অবিলম্বে আইনজীবী সাইফুলকে হত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।’

এ সময় বর্তমান অন্তবর্তী সরকারের কাছে ড. মাসুদ তিনটি দাবি জানিয়ে বলেন, ১. প্রিয় নবী সা:-এর সিরাত পাঠ করেই জাতিকে সামনে এগিয়ে নিতে হবে। কোনো কথিত জাতির পিতাকে আর দেশের জনগণ পড়তে চাই না। এজন্য জাতীয় জীবনে রাসূল সা:-এর সিরাত চর্চা করতে হবে। ২. শিক্ষাব্যবস্থা সংস্কারের কাজে সরকার যেন আমাদের এ সিরাত পাঠ পরীক্ষা দেখে দেশের ১৮ কোটি মানুষের নৈতিকতার মান উন্নতিতে রাসূল সা: এবং কোরআন সুন্নাহর প্রকৃত শিক্ষা প্রণয়ন করেন। ৩. জাতিকে গড়তে একটি ঐক্যবদ্ধ সহনশীলতার মূলনীতি প্রণয়ন করতে হবে। প্রিয় রাসূল সা:-এর সোনার মদিনা রাষ্ট্রে যা প্রতিফলিত হয়েছিল।

ড. মাসুদ বলেন, ‘জামায়াতে ইসলামী তার কর্মী, সহযোগী, রুকনদের জ্ঞানের পরিধি বৃদ্ধিতে সব সময় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জামায়াতের সকল স্তরের নেতাদেরও পড়াশোনা করে অগ্রসর হতে হয়। আমরা দেখেছি বাংলাদেশে নৈতিকতার শিক্ষাকে ধ্বংস করে দেয়া হয়েছিল।’

পরীক্ষার হল পরিদর্শনকালে তিনি বলেন, ‘স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণে রাসূল সা:-এর জীবন আদর্শ অনুসরণই মুক্তির একমাত্র পথ। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রিয় নবী মুহাম্মদ সা: জীবনী যত জানা যাবে তত মানা সহজ হবে বলে আমরা বিশ্বাস করি। সেজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ এবারো আয়োজন করেছে সিরাত পাঠ প্রতিযোগিতা।’

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও পল্টন দক্ষিণ থানা আমির শাহীন আহমেদ খান, মহানগরী মজলিসের শূরা সদস্য ও পল্টন উত্তর থানা আমির মুজিবুর রহমান, মহানগরী মজলিসের শূরা সদস্য ও পল্টন দক্ষিণ সেক্রেটারি অ্যাডভোকেট মারুফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান শাহিন, এনামুল হকসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের দায়িত্বশীলরা।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
জাপানি কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ বাড়ছে : জেট্রো মহিলা আ’লীগের ৫ নেত্রী গ্রেফতার ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর : ড. আসিফ নজরুল সকল মন্ত্রীর ছুটি বাতিল করলেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এসএসসি পরীক্ষার ফরম পূরণে বাড়ল ফি উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে : চরমোনাই পীর সাড়ে ১৫ বছরের অপরাধীদের ক্ষমা করা হবে না : জামায়াত আমির রাজউকের ৫ কর্মকর্তাকে বদলি বিভক্তি নয়, দেশ গঠনে জাতীয় ঐক্য প্রয়োজন : মাওলানা হালিম রাজশাহীতে তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার বিষয়ক কর্মশালা দেশী-বিদেশী চক্রান্তকারীরা দেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাতে চায় : স্বপন

সকল