২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে : জাতীয় নাগরিক কমিটি

আজ বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে চট্টগ্রামে চলমান ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক কমিটি, চট্টগ্রাম বিভাগ। - ছবি : সংগৃহীত

বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেশী-বিদেশী বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। ষড়যন্ত্রের অংশ হিসেবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।

বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এমন মন্তব্য করেন।
সংগঠনের পক্ষে সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ হাসান আলী।

তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে দেশী–বিদেশী বিভিন্ন চক্র দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে ষড়যন্ত্রে মেতেছে।’

তিনি আরো বলেন, ফেসবুকসহ অন্যান্য পরিসরে ফ্যাসিস্ট হাসিনার দোসররা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। শুধু তা–ই নয়, তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।’

এমন পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

‘পতিত স্বৈরাচারের দোসররা সুযোগ নিয়ে লুটপাট, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ চালিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে দিতে চেষ্টা করতে পারে।’

"আর যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বিনষ্ট না হয়, সে জন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। অন্যথায়, দেশে-বিদেশী ষড়যন্ত্রকারীরা সুযোগ নিয়ে আমাদের ঐক্য ভেঙে দিতে পারে।’

লিখিত বক্তব্যে বলেন হাসান আলী, ‘এই মুহূর্তে আমাদের সবাইকে খুবই সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে। আর যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বিনষ্ট না হয়, সে জন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। অন্যথায়, দেশে–বিদেশী ষড়যন্ত্রকারীরা সুযোগ নিয়ে আমাদের ঐক্য ভেঙে দিতে পারে।’

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল