২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দেশের শ্রমখাতে নতুন করে অসন্তোষ তৈরি হতে পারে : শ্রম সচিব

শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সাথে সাংবাদিকদের বৈঠক - ছবি : ইউএনবি

দেশের শ্রমখাতে নতুন করে অসন্তোষ তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

সোমবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শ্রম সচিব বলেন, ‘বার্ডস নামের যে কোম্পানি তিন দিন আশুলিয়ায় রাস্তা বন্ধ করে রেখেছিল, তা সমাধান করা হয়েছে। ডার্ট নামের একটি কোম্পানি তিন বছর ধরে বেতন পাচ্ছিল না, সেটাও আমরা সমাধান করেছি। টিএনজেড গার্মেন্টস সম্প্রতি ময়মনসিংহের রাস্তা বন্ধ করেছিল, সেটা আমরা সমাধান করেছি। এখন এখানে আর কোনো অসন্তোষ নেই।’

তিনি বলেন, ‘চন্দ্রার জেনারেশন নেক্সটের সমাধানও করেছি। মালিকপক্ষ এখন তাদের বেতন দিচ্ছে। বেক্সিমকো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন কিছু জায়গা রয়েছে, যেমন নারায়ণগঞ্জের ক্রোনি গার্মেন্টস, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। ঠিক এই মুহূর্তে বলবো, তেমন কোনো ধরনের অসন্তোষ নেই, তবে নতুন করে অসন্তোষ তৈরি হতে পারে।’

তিনি আরো বলেন, ‘আমাদের ১৯টি ফ্যাক্টরি নিয়ে সমস্যা ছিল। এর মধ্যে পাঁচ থেকে ছয়টি আমরা সমাধান করেছি। বাকিগুলোর সাথে আলোচনা চলছে এবং আমরা আশা করছি, অসন্তোষ দূর হবে।’

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement

সকল