২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শহীদ আব্দুল্লাহর পরিবারের পাশে থাকার অঙ্গীকার জামায়াত আমিরের

শহীদ আব্দুল্লাহ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান - ছবি : সংগৃহীত

সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী শহীদ আব্দুল্লাহর পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্দেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত শহীদ আব্দুল্লাহর গ্রামের বাড়িতে যান। তিনি শহীদ আব্দুল্লাহর বাবা আব্দুল জব্বারের সাথে দেখা করে তার পরিবারের খোঁজ-খবর নেন এবং তাদের সান্ত্বনা প্রদান করেন। তিনি শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করেন এবং তার রূহের মাগফিরাত কামনা করেন।

এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমান ভার্সুয়ালি যুক্ত হয়ে বলেন, ‘শহীদ আব্দুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। সে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য নিজের সম্ভাবনাময় জীবন অকাতরে বিলিয়ে দিয়েছে। তার আত্মত্যাগের জন্য জাতি গর্বিত। আমি আশা করি জাতি তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং তাকে জাতীয় বীরের মর্যাদা দিবে। আমি মহান রবের কাছে দোয়া করি তিনি যেন তাকে শহীদ হিসেবে কবুল করুন। মহান আল্লাহ রব্বুল আলামিন তার বাবা-মা ও আত্মীয়-স্বজনকে ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন।

এ সময় তিনি শহীদ আব্দুল্লাহর পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তার পরিবারকে সার্বিক সহযোগিতা করার জন্য জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা কর্মীদের প্রতি নির্দেশ প্রদান করেন।

জামায়াত আমির বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শাহাদাত বরণকারী সকলে ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন এবং তাদের সকলের পরিবারের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় পাশে থাকবে বলে জানান।

এর আগে মোবারক হোসাইন নাভারন দারুল আমান ট্রাষ্ট-এ ওলামা সম্মেলনে যোগদান করেন। পরে ২০১৬ সালে গুম হওয়া ইসলামী ছাত্রশিবিরে নেতা রেজোয়ানের বাড়িতে যান এবং তার পরিবারের খোঁজ-খবর নেন ও সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোরের জেলা আমির অধ্যক্ষ মাওলানা গোলাম রসূল, সাবেক জেলা আমির মাওলানা হাবীবুর রহমান, জেলা জামায়াতের নেতা মাওলানা আবু জাফর, মাওলানা শিহাব উদ্দিন, শার্শা থানা আমির রেজাউল ইসলাম, সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী ও ঝিকরগাছা থানা আমির মাওলানা আসাদুল আলম প্রমুখ।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহত মো: আব্দুল্লাহ গত ১৪ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ১৪ নভেম্বর যশোর জেলা জামায়াতের নেতৃবৃন্দ শহীদ আব্দুল্লাহর দাফন-কাফনে শরীক হন। তার পরিবার-পরিজনদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এখনো শহীদ আব্দুল্লাহর পরিবারের খোঁজ-খবর রাখছেন।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
বিত্তবানদের শিক্ষার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান বেতাগী সমিতির দেশের মানুষ শুধু নির্বাচনের জন্য জীবন দেয়নি : মুফতি ফয়জুল করিম ডা: মুহাম্মদ যাকারিয়াকে বদলির আদেশে ড্যাবের প্রতিবাদ সড়ক দুর্ঘটনায় পরীমণির সাবেক স্বামী নিহত কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় ঢাবি ক্যাম্পাসে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরনবিষয়ক বিশেষ কমিটির কার্যক্রম শুরু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিআরজেএ-এর দোয়া ফ্যাসিস্ট হাসিনা সরকার কাউকে রেহাই দেয়নি : রিজভী রাজাপুরে শাহজাহান ওমরকে প্রধান করে ২০৩ জনের নামে মামলা বৈষম্যহীন রাষ্ট্র পেতে চাইলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে

সকল