২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রমজানে বাজার সহনশীল করার চেষ্টা করছি : বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দীন - ছবি : সংগৃহীত

বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দীন বলেছেন, রমজানকে কেন্দ্র করে বাজার যতটুকু সম্ভব সহনশীল করতে আমরা চেষ্টা করছি।

শনিবার (২৩ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সদস্যদের সন্তানদের মাঝে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সকালে ডিআরইউ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপদেষ্টা বলেন, ‘আপনাদের সকলের সহযোগিতায়, চিনির দাম, পেঁয়াজের দাম ও তেলের দাম কিছুটা কমে এসেছে ইতোমধ্যে।’

চাহিদা ও যোগান সমানুপাতিক হারে রাখতে এ সময় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে সেখ বশির উদ্দীন বলেন, ‘দেশে গত ১৫ বছরে একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল। আমাদের সমাজ অসম্ভবভাবে বিভিক্ত ছিল। ভীতসন্ত্রস্ত ছিল প্রত্যেক সেক্টরের লোকজন।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘জ্ঞান অর্জন একটি চলমান প্রক্রিয়া। জ্ঞান অর্জনে কঠোর পরিশ্রম করতে হবে, একইসাথে লক্ষ্য অর্জনে প্রত্যয়ী হতে হবে।’

ডিআরইউ সভাপতি মো: শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান (রিস্ক ম্যানেজমেন্ট কমিটি) একেএম মোস্তাফিজুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউয়ের সাধারণ সম্পাদক মহি উদ্দিন।

পরে ডিআরইউয়ের সাবেক সদস্যদের সন্তানদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন উপদেষ্টা।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement

সকল