উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেয়া হবে না : রিজভী
- অনলাইন প্রতিবেদক
- ২২ নভেম্বর ২০২৪, ২০:২৭
দেশের মানুষকে কষ্টে রেখে উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেয়া হবে না এমন হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উপদেষ্টারা চাকরিজীবীর মতো কাজ করছেন। তাদের কাজে বিপ্লবের গতিশীলতা নেই।
তিনি বলেন, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। জনগণের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে। দিনমজুর-শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারকে জুলাই বিপ্লবে হতাহতদের পরিবারের দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, আমি ও বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গত চার থেকে পাঁচ দিন আগে পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম। দেখলাম, এখনো অনেকেই হাসপাতালে কাতরাচ্ছেন। কারো পিঠের চামড়া খুলে গেছে, কারো পা নেই, কেউ কেউ অন্ধ হয়ে গেছেন। এদের দায়িত্ব কি রাষ্ট্র নিবে না? এদের দায়িত্ব তো রাষ্ট্রকেই নিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উদ্দেশে রিজভী বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মাঝে মাঝে দেখি আন্দোলনের যে স্পিড সেই স্পিড অনুযায়ী কথা বলেন। সেজন্য আপনাকে ধন্যবাদ কিন্তু আপনার ওখানে কী হচ্ছে, কারা এরা? কারা এখানে এই নির্বাচন করছে? আবার তারা ফলাও করে বলছে, তারা নাকি আওয়ামী লীগ সমর্থিত নীল দল সেখানে জিতেছে। ঘাপটি মেরে ব্যাংকের টাকাগুলো পাচারের ক্ষেত্রে এই লোকগুলোই জড়িত আছে। এদেরকে এপয়োন্টমেন্ট দেয়া হয়েছে ১৫ থেকে ১৬ বছর ধরে। তারা এখনো ভেতরে ষড়যন্ত্র করছে। আপনি তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? এর কারণ কী?
শেখ হাসিনার কঠোর সমালোচনা করে রিজভী বলেন, শেখ হাসিনা মিথ্যাচার করে এখনো বলছেন, ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছেন হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা মিথ্যুক। পুলিশ বাহিনী ছিল শেখ হাসিনার পুলিশ বাহিনী। শেখ হাসিনা জনগণের ৮০ শতাংশ টাকা লুট করার সুযোগ করে দিয়েছেন।
তিনি বলেন, শেখ হাসিনা হত্যাকাণ্ড চালিয়ে মায়াকান্নার অভিনয় করতেন। ছাত্রলীগ ও যুবলীগকে হত্যার লাইসেন্স দেয়া হয়েছিল।
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শাসসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে থেকে দেশের অশান্তি সৃষ্টি করছেন। দেশে ডাকাতি ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে বিদ্রোহ সৃষ্টি করেছেন।
তিনি বলেন, আওয়ামী লীগের বিচার বাংলার মানুষ দেখতে চায়।
আয়োজক সংগঠনের সভাপতি আলমগীর হোসেন মন্টুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য আব্দুর সাত্তার পাটোয়ারী, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, অভিনেতা মাজহারুল ইসলাম শিবাশানু প্রমুখ বক্তৃতা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা