সেনাকুঞ্জের উদ্দেশে রওয়ানা দিয়েছেন খালেদা জিয়া
- অনলাইন প্রতিবেদক
- ২১ নভেম্বর ২০২৪, ১৫:৪৩, আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ১৬:০৯
সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গুলশানের বাসভবন ফিরোজা থেকে ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জের উদ্দেশে রওয়ানা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ফিরোজা থেকে বের হন সাবেক এ প্রধানমন্ত্রী। তার সাথে রয়েছেন তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিঁথি।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
সবশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন।
আর অর্ধযুগ পর প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন খালেদা জিয়া। সর্বশেষ ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেন তিনি।
গত মঙ্গলবার রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লে. জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল এএসএম কামরুল আহসান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন।