২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভুটানের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে যা বললেন আমীর খসরু

আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ - ছবি - ইন্টারনেট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ভুটানের রাষ্ট্রদূতের সাথে ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে। ভুটানের সাথে আমাদের বাণিজ্যিক বিষয়টি বড় পরিসরে নিয়ে যেতে চাই। আমরা বলেছি, এখানে একসাথে কাজ করার সুযোগ আছে। আলোচনায় সার্কের বিষয়টা গুরুত্ব পেয়েছে, এটাকে কিভাবে কার্যকর করে এগিয়ে নিতে পারি।

আজ বৃহস্পতিবার সকালে বৈঠক শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এর আগে সকাল ১১টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিলর সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের আন্তর্জাতিক উপদেষ্টা কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনসহ আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement