২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ন ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দুর্গত জনগণের শেষ ভরসার স্থান সশস্ত্র বাহিনী : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস - ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বন্যা, খরা, ঝড়, বৃষ্টি, ঘূর্ণিঝড়সহ সকল প্রাকৃতিক দুর্যোগে সশস্ত্র বাহিনী দুর্গত জনগণের শেষ ভরসার স্থান। বরাবরের মতো এবারো দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ সশস্ত্র বাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৪’ উপলক্ষে দেয়া বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

বাণীর শুরুতে সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীসহ সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা ২১ নভেম্বর সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন। মুক্তিবাহিনী, বিভিন্ন আধাসামরিক বাহিনীর সদস্যরা ও দেশপ্রেমিক জনতা এ সমন্বিত আক্রমণে অংশ নেন। হানাদার বাহিনীকে পরাজিত করে ১৬ ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি। মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতির অগ্রযাত্রা ও বিজয়ের স্মারক হিসেবে প্রতি বছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।’

তিনি আরো বলেন, ‘ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থান এবং বন্যা পরিস্থিতি মোকাবিলা, শিল্পকারখানায় নিরাপত্তা প্রদানসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অস্ত্র উদ্ধারসহ সব কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে সহায়তা দেয়ায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশা করি, সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের সাথে একত্রে কাজ করে যাবে।’

‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৪’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন প্রধান উপদেষ্টা।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
হাইকোর্টের আদেশে ৬ বছর পর খুলছে সিলেটের পাথর কোয়ারি উস্কানিতে কান না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান উপদেষ্টা আসিফের বৃহস্পতিবার ঢাকা ও সিটি কলেজে সব ক্লাস বন্ধ আলেমরাই একদিন এ দেশের নেতৃত্ব দেবে : ধর্ম উপদেষ্টা গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত সাফজয়ী মনিকা চাকমাকে সংবর্ধনা দিলো সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন কপ-২৯ সম্মেলনে পর্যাপ্ত জলবায়ু অর্থায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে ১০ ডিসেম্বর : আইন উপদেষ্টা ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ২৪ বাংলাদেশী সিলেটে ডিবির হাতে ১৪৫ বস্তা চোরাই চিনিসহ আটক ৪ ঢাকা ও সিটি কলেজের সংঘর্ষ, ৩৬ শিক্ষার্থী হাসপাতালে

সকল