পুরনো পুলিশকেই জোড়াতালি দিয়ে চালাতে হবে : ড. ইউনূস
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ নভেম্বর ২০২৪, ১৪:৫০
অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেয়ার জন্য ‘জনপ্রশাসন ও ভালো পুলিশের’ প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘চেষ্টা করছি আরকি। যা যা করতে হয়, সেগুলোই জোড়াতালি দিয়ে চালাতে হবে। আমরা তো আর নতুন পুলিশ আনতে পারব না। এ পুরনো পুলিশকেই জোড়াতালি দিয়ে চালাতে হবে।’
তিনি বলেছেন, ‘আমলাতন্ত্রকে নিয়ে জোড়াতালি দিয়ে চালাতে হবে। সে জোড়াতালি দিতে গেলে, দেয়ার সময় আমরা ভুলভ্রান্তি করব, ভুল বুঝব, সেটাও হতে পারে। এর মধ্যেই অন্তর্বর্তী সরকারের সবাই চেষ্টা করে যাচ্ছে।’
বুধবার (২০ নভেম্বর) বণিক বার্তায় প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এ অভ্যুত্থানের ধকল সয়ে মানুষ আস্তে আস্তে সুস্থির হওয়ার চেষ্টা করছে। কিন্তু পুলিশ পাচ্ছে না। এখনো সব পুলিশ কাজে আসেনি। তারা ভয় পেয়ে গেছে। কাজেই এদিকে পুলিশ নেই, ওদিকে মানুষের অস্থিরতা। কে কোথায় আছে? কী করছে? হঠাৎ করেই এ অভ্যুত্থান ঘটল। একটু সুস্থির হতে সময় লাগছে। আমরাও বোঝার চেষ্টা করছি কোথা থেকে শুরু করব। সব তো লণ্ডভণ্ড অবস্থা। অর্থনীতি লণ্ডভণ্ড, ব্যাংকিং সিস্টেম লণ্ডভণ্ড। ব্যবসা-বাণিজ্য লণ্ডভণ্ড। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে। এগুলো নিয়ে প্রতিদিনই প্রতিবেদন প্রকাশ হচ্ছে।’
কিছু কিছু জায়গায় সরকারের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার বিষয়ে তিনি বলেন, ‘মানুষের অভাব তো থাকবেই। আর আমরা তো এ কাজের মানুষ না। আমাদের তারাই পছন্দ করে নিয়ে আসছে। কাজেই আমরা যতদূর পারি, ততদূর করি। ভুল-ত্রুটি হবে স্বাভাবিক। ভুল-ত্রুটির মধ্যেই কাজ করতে হচ্ছে। যতটুকু আমাদের সাধ্যে কুলায় সেভাবেই চেষ্টা করছি। আর যেগুলো অসম্পূর্ণতা আছে, আমরা চেষ্টা করি কিভাবে সম্পূর্ণ করব।’