১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘আসিফ নজরুলকে হয়রানির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে’

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল - ছবি : সংগৃহীত

সম্প্রতি জেনেভায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হয়রানির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

সোমবার এক প্রশ্নের জবাবে তিনি প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘ঘটনাটি জেনেভায় তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’ এখানে ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিং এ তিনি একথা বলেন।

ড. আসিফ নজরুল তার সাম্প্রতিক জেনেভা সফরের সময় কয়েকজন প্রবাসী বাংলাদেশী দ্বারা হয়রানির শিকার হন।

এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় নেতাদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড দেয়া হয়েছিল এবং তারা সচিবালয় ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে তদবিরসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিল। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাদের কার্ড বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

প্রায় ১৭০ জন সাংবাদিকের কার্ড বাতিল করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারা যোগ্য এবং যারা মনে করেন তাদের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে তারা আবারো কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

আজাদ বলেন, তাদের আবেদন বিবেচনা করা হবে, যদি সরকার মনে করে যে তাদের অ্যাক্রিডিটেশন কার্ড দেয়ার যথেষ্ট কারণ রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
সোনারগাঁওয়ে চাঁদাবাজ ও দখলবাজদের প্রতিহত করার আহ্বান বিএনপির মির্জাগঞ্জে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার অভিযোজন তহবিল বৃদ্ধির আহ্বান উপদেষ্টা রিজওয়ানা হাসানের আবু সাঈদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গ্রেফতার ‘সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি রোধে যথাসাধ্য চেষ্টা করছে’ সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে : এ্যানি হাটহাজারীতে আ'লীগের ৬ নেতা কর্মী গ্রেফতার চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করে প্রজ্ঞাপন রাবিতে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আইন বিভাগ ভাংচুর

সকল