১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘জাতীয় ঐক্যের ভিত্তিতে ৫ আগস্টের গণঅভ্যুত্থান সফল করতে এগিয়ে আসতে হবে’

- ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘আওয়ামী লীগ তাদের ১৫ বছরের শাসনামলে দেশের প্রতিটি সেক্টরকে কলুষিত করে ফেলেছে। দেশের শাসন ব্যবস্থাকে একদলীয় রূপ দিয়ে জনগণের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করেছে। সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে জাতীয় ঐক্যকে ভেঙে চুরমার করে ফেলেছিল। এহেন দুঃসহ পরিস্থিতি থেকে দেশের মানুষকে মুক্তি এনে দিয়েছে তরুণ ছাত্র-জনতা। তাই তরুণ প্রজন্মের বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্যের ভিত্তিতে দল-মত নির্বিশেষে এগিয়ে আসতে হবে।’

রোববার জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়ন শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন আমির মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম ও জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহজাহান বলেন, ‘জামায়াতে ইসলামী এদেশের মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাচ্ছে। দেশের মানুষকে সত্যিকারের বৈষম্যমুক্ত দেশ উপহার দিতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। আমরা জনগণের আকাক্সক্ষাকে ধারণ করে দেশ গঠন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা রফিকুল্লাহ, শ্রমিক নেতা সরওয়ার কামাল সিকদার, জামায়াত নেতা মুহাম্মদ আবদুল মজিদ, মাওলানা জামাল হোছাইন, মোখতার হোসাইন প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
প্রেমের টানে ভারতীয় তরুণী বাংলাদেশে আ’লীগ ও তার দোসরদের বিচার না করে নির্বাচন দিলে প্রতিহত করা হবে : হাসনাত আব্দুল্লাহ ঈশ্বরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ দেশ গড়তে আমরা প্রতিজ্ঞবদ্ধ : পরওয়ার সামরিক সহযোগিতা জোরদার করছে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র ও জাপান প্রধান উপদেষ্টার পক্ষে সাড়ে ১৯ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ করলেন ত্রাণ উপদেষ্টা হাসপাতাল থেকে লাশের চোখ গায়েব, ইঁদুরকে দোষারোপ কর্তৃপক্ষের আ’লীগের মন্ত্রী-উপদেষ্টাসহ ১৪ জনকে তোলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে তার বিচার করতে হবে : সাবেক ডিআইজি সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ জানাল বাংলাদেশ ব্যাংক ভোলায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

সকল