আ’লীগের স্বভাব হচ্ছে পলায়ন করা : ড. মঈন খান
- অনলাইন প্রতিবেদক
- ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০, আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ০০:০২
আ’লীগের স্বভাব হচ্ছে পলায়ন করা এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অর্থাৎ সিপাহী-জনতার মাধ্যমে দ্বিতীয়বার যার উদয় হয়েছিল সেই ব্যক্তিত্ব হচ্ছেন জিয়াউর রহমান। প্রথমবার পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনি। কই, যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি দাবি করেন, সেই আওয়ামী লীগ সেদিন কোথায় ছিল? আওয়ামী লীগ ছিল একটি পলায়নকারী রাজনৈতিক শক্তি, তাদের স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করার কোনো যৌক্তিকতা নেই। ওইদিন আওয়ামী লীগের নেতারা পালিয়ে গিয়েছিলেন সীমান্ত দিয়ে, নিরাপদ আশ্রয় তাদের জীবন বাঁচানোর জন্য। আপনারা দেখেছেন ৫ আগস্ট সেই দলের শীর্ষ নেতা ৭১ সালের কাপুরুষের মতোই পালিয়ে গিয়েছেন।
শুক্রবার মিরপুর শাহ আলীর মাজারে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ' স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
মঈন খান বলেন, ১৬ বছর ধরে দেশের মানুষকে বাকশালী আওয়ামী লীগের যে ট্যাবলেট খাওয়ানো হয়েছিল সেটি একদিনেই শেষ হয়েছে। জুলাই-আগস্টে সেই ট্যাবলেট কোনো কাজে লাগেনি। ৫ আগস্ট ছাত্র-জনতা সেই ইতিহাস ফেলে দিয়ে সত্যিকারের ইতিহাস প্রতিষ্ঠা করেছে।
তিনি বলেন, ৭ নভেম্বর ৯০ আন্দোলন এবং ২৪ এর জুলাই আগস্ট এর অভ্যুত্থান একই সূত্রের গাঁথা । সূত্রটি হলো গণতন্ত্র। দেশের মানুষ ভোট দিতে চেয়েছিল। ৭১ সালেও দেশের মানুষ ভোটের জন্য লড়াই করেছে। এটি কি দেশের মানুষের অপরাধ? এটি কোনো অপরাধ হতে পারে না। বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য।
আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, নেত্রী হেলেন জেরিন, এসএম জাহাঙ্গীর প্রমুখ।