দেশে বিনিয়োগ করলে আমরা পাশে থাকব : ডা. শফিকুর রহমান
- ১৪ নভেম্বর ২০২৪, ২১:১১
দেশে বিনিয়োগ করলে আমরা পাশে থাকব মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘প্রবাসীরা দেশে এসে ব্যবসায় বিনিয়োগ করলে আমরা পাশে থাকব। এ ক্ষেত্রে যত সমস্যা রয়েছে তা সমাধানে আমরা সর্বাত্মক চেষ্টা করব।’
বুধবার (১৩ নভেম্বর) লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মতবিনিময় অনুষ্ঠানে বিবিসিসিআইয়ের সভাপতি রফিক হায়দারের সভাপতিত্বে ও সলিসিটরের ডিরেক্টর জেনারেল দেওয়ান মাহ্দীর পরিচালনায় আরো বক্তব্য দেন ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের সাবেক সভাপতি শাহগির বখত ফারুক, সাবেক সভাপতি ড. ওয়ালী তসর উদ্দিন, লন্ডন-বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা তারুণ্য সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়তে চাই। যেখানে তরুণরাই সাহসের সাথে আপসহীনভাবে দেশ গড়ার কাজ করে যাবে।’
এ সময় জামায়াতে ইসলামী কেমন বাংলাদেশ চায় এমন এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ পাকিস্তানও হবে না। আফগানিস্তানও হবে না। বাংলাদেশ হবে বাংলাদেশের মতো।’
ডা. শফিকুর রহমান আরো বলেন, ‘বাংলাদেশে নারীদের বাদ দিয়ে কিছুই হবে না। নারীরা আত্মমর্যাদার সাথে পূর্ণ নিরাপত্তা নিয়ে কাজ করবে। একজন পুরুষ আট ঘণ্টা কাজ করলে নারীদের ছয় ঘণ্টা কাজ করার সুযোগ দেয়া উচিত। যাতে কাজের পাশাপাশি তারা পরিবার গঠন ও সন্তানেরও দেখাশোনা করতে পারে।’
সংখ্যালঘুদের বিষয়ে জামায়াত আমির বলেন, ‘আমরা দেশে সংখ্যালঘু আর সংখ্যাগুরু হিসেবে কাউকে বিবেচনা করি না। আমরা সবাই বাংলাদেশী। সবাই মিলে আমরা একটি ইউনাইটেড বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে প্রত্যেক ধর্মের অনুসারীরা নিশ্চিন্তে তাদের ধর্ম-কর্ম করে যাবে।’
মাওলানা সিরাজুল ইসলামের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় আরো বক্তব্য দেন জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বাকার মোল্লা, সিলেট মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারী সিরাজুল ইসলাম শাহীন, বিবিসিসিআইয়ের সহ-সভাপতি আবুল হায়াৎ নুরুজ্জামান, ফাইন্যান্স ডিরেক্টর হেলাল খান, বিবিসিসিআইয়ের লন্ডন রিজিওনের সভাপতি মনির আহমেদ, বিবিসিসিআইয়ের মেম্বারশিপ ডিরেক্টর আব্দুল মুনিম, সাবেক মেয়র জাহাঙ্গীর হক, দ্য সানরাইজ টুডের সম্পাদক এনাম চৌধুরী ও ব্যবসায়ী আব্দুল কাদির প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা