কার বুদ্ধিতে ফারুকী-বশিরউদ্দীনকে উপদেষ্টা বানালেন, প্রশ্ন মান্নার
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ নভেম্বর ২০২৪, ১৮:০৪
অন্তর্বর্তীকালীন সরকারে আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ ও ফ্যাসিবাদের দোসরদের পুর্নবাসনের অভিযোগ এনে এক প্রতিবাদ সভা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
এ সময় তিনি সদ্য নিয়োগপ্রাপ্ত দুই উপদেষ্টা বশিরউদ্দীন ও মোস্তফা সরয়ার ফারুকীর বিষয়ে আপত্তি তোলেন। তিনি প্রশ্ন রাখেন, কী করে এই দু’জনকে উপদেষ্টা পরিষদে নিলেন? তাদেরকে কার বুদ্ধিতে নিলেন?
তিনি আরো বলেন, এই সরকারের প্রধান কাজ হচ্ছে গণতন্ত্রের জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। যত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারেন, চেষ্টা করুন। সংস্কার বলেন, আর যাই বলেন, এই অন্তর্বর্তী সরকার চাপিয়ে দেয়ার অধিকার রাখে না। ধান্দাবাজ লোকদের আপনি উপদেষ্টা বানাবেন, ধান্দাবাজ লোকদের বড় বড় অফিসারের পদ দেবেন... সেটা করলে হবে না।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত একটি প্রতিবাদ সভায় এই আপত্তি তোলেন তিনি।
মান্না বলেন, ড. ইউনূস আছেন বলে আমাদের অর্থনীতির একটু গতি ফিরছে। আগের সরকারকে কেউ বিশ্বাস করতো না। বিদেশ থেকে কেউ টাকা দিত না। দিলেও সেটা ব্যাংকে দিতো না। চুরি করে দিতো। ফলে রিজার্ভে প্রভাব পড়তো না। আমাদের ব্যাংক আগের চাইতে ভালো হচ্ছে। তবে জিনিসের দাম কমেনি, জনগণের কষ্ট কমেনি, মানুষের দুর্দশা কমেনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা