১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

আমরা চাই আপনারা অতি দ্রততম সময়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন : হাসনাত আবদুল্লাহ
রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ - ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার অংশীদারত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। উপদেষ্টা পরিষদ নতুন করে পুনর্গঠনের দাবি জানান তারা।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমার চাই আপনারা অতি দ্রততম সময়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং ছাত্র নাগরিকদের অংশীদারত্বের বাইরে গিয়ে আপনারা যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে তা মেনে নেয়া হবে না। অতিদ্রুত এই সিদ্ধান্তের নিরসন চাই।’

এদিন বিকেল থেকেই রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা বলেন, আওয়ামী লীগের দোসরদের নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বিক্ষোভকারীরা বলেন, ‘উপদেষ্টার আসনে এমন মানুষদের বসানো হয়েছে যাদের ২৪ এর আন্দোলনে কোনো মুখ্য ভূমিকা ছিল না। তাদের তাহলে কিসের ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে? ছাত্র-জনতা তাদের উপদেষ্টা হিসেবে মানে না।’

এসময় কোনোভাবেই জুলাই বিপ্লবের চেতনা বেহাত হতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেন তারা।

এদিন ফেসবুকে ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেয়া একটি পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

এদিকে, হত্যা মামলার আসামি শেখ বশিরউদ্দিনকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র-জনতা নামের একটি প্লাটফর্ম।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ২৪ ঘণ্টার মধ্যে তাকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা।

রোববার বঙ্গবভনে শপথ নিয়েছেন নতুন তিনজন উপদেষ্টা। তারা হলেন— ব্যবসায়ী শেখ বশিরউদ্দীন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এদের মধ্যে শেখ বশিরউদ্দীন ও মোস্তফা সরয়ার ফারুকীর অন্তর্ভুক্তি নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা ও প্রতিবাদ করা হচ্ছে।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
শ্রমিক আন্দোলনে ইন্ধন দেয়ার অভিযোগে টিএনজেড গ্রুপের পরিচালক গ্রেফতার জলবায়ু সঙ্কট মোকাবেলায় চাই নতুন এক বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো : প্রধান উপদেষ্টা বাংলাদেশের সংবিধান : দ্বিতীয় জনতন্ত্র গড়ার প্রত্যাশা ট্রাম্পের জয় ও বাংলাদেশ বাগেরহাটে পৃথক ঘটনায় ২ জনকে কুপিয়ে হত্যা আমাদের সত্তার সত্য ও শিক্ষাদর্শন বাংলাদেশ ৩ মাসে ৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পেয়েছে প্রথমার্ধে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মালদ্বীপ নতুন বছরের প্রথম মাসেই মিলবে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপগঞ্জে পলিথিনের ব্যাগে মিলল যুবকের ৭ টুকরো লাশ অন্তর্বর্তী সরকারের ইনডেমনিটি অর্ডিন্যান্সের প্রয়োজন কেন, প্রশ্ন মঈন খানের

সকল