আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে কঠোর অবস্থানে ছাত্র-জনতা
- অনলাইন প্রতিবেদক
- ১০ নভেম্বর ২০২৪, ১৪:১১
স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে ‘গণতান্ত্রিক পরিবেশ’ পুনরুদ্ধারের দাবিতে আজ রোববার বিকেল ৩টায় সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ। এই সমাবেশ প্রতিহত করতে পাল্টা গণজমায়েত ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই পাল্টাপাল্টি কর্মসূচি কেন্দ্র করে রাজধানীর গুলিস্থান ও আশপাশের এলাকায় জড়ো হয়েছে ‘স্বৈরাচারবিরোধী’ ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সামনে একের পর এক শোডাউন করে যাচ্ছে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। কঠোর অবস্থান নিয়ে নিয়ে তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও প্রতিহত করতে স্লোগান দিয়ে যাচ্ছেন।
দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেন, ‘আমি ভোর ৬ টা থেকে এখানে আছি, এখান থেকে এখন পর্যন্ত অর্থাৎ দুপুর ১টা পর্যন্ত ২৫-৩০ জন আওয়ামী লীগ কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। তাদের সাথে কথা বলে সন্দেহ হলে আটক করে পুলিশে দিচ্ছেন তারা।’
সরেজমিনে আরো দেখা যায়, জিরো পয়েন্টে থেকে স্টেডিয়ামমুখী সড়কটি বন্ধ করে দিয়েছে পুলিশ এবং বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে মঞ্চ করেছে বৈষম্যবিরোধী আন্দোলন। সেখানে ছাত্র-জনতা উপস্থিত হয়ে কবিতা আবৃত্তি করে যাচ্ছে, একইসাথে আওয়ামী লীগ-বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে।
সচিবালয়ের পূর্বপাশে এক যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিলে তাকে ধরে পুলিশে সোপর্দ করতে দেখা গেছে।
রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা গুলিস্থান ও এর আশপাশ এলাকায় মিছিল নিয়ে আসছে।
এর আগে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ ‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়ে রোববার বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হওয়ার নির্দেশনা দেয়। এর পাল্টা কর্মসূচি হিসেবে ‘স্বৈরাচার’ আওয়ামী লীগের বিচারের দাবিতে একইস্থানে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা