০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

ইসি গঠনে সার্চ কমিটির কাছে নাম জমা দিলো গণঅধিকার পরিষদ

কথা বলছেন মোহাম্মদ রাশেদ খান - ছবি : নয়া দিগন্ত

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির কাছে ছয় সদস্যের নাম জমা দিয়েছে গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে নামের তালিকা দেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।

এ সময় রাশেদ খান বলেন, ‘এবারের নির্বাচন কমিশন হতে হবে আন্তর্জাতিক মানের। নির্বাচনও হতে হবে পৃথিবীর ইতিহাসের সেরা নির্বাচন। দলীয় লেজুড়বৃত্তি করা কাউকে বা অতীতে ছাত্ররাজনীতি করেছে বা আওয়ামী সুবিধাভোগী কাউকে নিয়োগ দেয়া যাবে না।’

তিনি বলেন, ‘এমন বাংলাদেশ আমরা চাই না, যেখানে গণতন্ত্রের জন্য বারবার জীবন দিতে হবে। এবারই শেষ রক্ত ও জীবন দান। এখন থেকে গণতন্ত্রের চর্চা করতে হবে। নির্বাচন কমিশনকে পুরোপুরি স্বাধীন করতে হবে। কোনো দলের আনুগত্য নির্বাচন কমিশন করতে পারবে না।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নির্বাচন কমিশনার করা হয় না। আমরা এবার প্রস্তাব রাখছি অন্তত একজন শিক্ষককে নির্বাচন কমিশনার করা। দলগুলোর মধ্যে থেকে যে নামগুলো কমন তাদের গুরুত্ব দিতে হবে। এমন যেন না হয় যে, একটি গোষ্ঠী বা দল যে তালিকা দিয়েছে বা পূর্ব থেকেই নির্ধারিত ব্যক্তিদের নিয়ে কমিশন গঠন করা হয়েছে। তাহলে কিন্তু মানবো না। আমরা চাই, একটি স্বচ্ছ ও জবাবদিহিতাপূর্ণ নির্বাচন কমিশন।’

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, আরিফ তালুকদার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বেলাল হোসেন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম প্রমুখ।


আরো সংবাদ



premium cement
কুড়িগ্রামে পুরনো কাপড়ের দোকানে ভীড়, কমেনি কমেনি শীতের তীব্রতা ইসরাইলি হামলায় গাজায় একই পরিবারের ৭ শিশুসহ নিহত ১১ বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা রাজধানীর বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত উত্তরা ও তুরাগ নদী-সংলগ্ন এলাকায় সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশীদের ভিসা কিমানোয় ভারতে বিদেশি রোগী অর্ধেকে নেমেছে জ্ঞান অর্জনের পাশাপাশি আদর্শবান ও মানবিক হওয়ার চেষ্টা করতে হবে : আল্লামা মাহফুজুল হক ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ তড়িঘড়ি করে আর্টিকেল ৭০ তুলে দিলে এমপি কেনাবেচা শুরু হবে : রিজভী ডাকসুসহ ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি, ক্যাম্পাসে বিবাদের আভাস রিকেলটনের ২৫৮, দক্ষিণ আফ্রিকার রান পাহাড়

সকল