০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন

- ছবি - ইন্টারনেট

দেশের নতুন পরিস্থিতিতে দাওয়াত ও তাবলীগের মেহনত কওমি মাদরাসাগুলোর হেফাজত ও দ্বীনি জিম্মাদারী আরো সুচারুরূপে রক্ষণাবেক্ষণের লক্ষ্যে আগামী ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

এটি সফল করার জন্য প্রস্তুতি কমিটির আহবায়ক শাইখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে শুক্রবার এক জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির অস্থায়ী কার্যালয় জামিয়া হোসাইনিয়া আরজাবাদ মাদরাসায় অনুষ্ঠিত পরামর্শ সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, নতুন বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধি ও সর্বস্তরের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য দেশের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ দেশপ্রেমিক মানুষদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়া সময়ের অপরিহার্য দাবি। এই লক্ষ্যে আগামী ৫ নভেম্বরের মহাসমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং যেকোনো মূল্যে সোহরাওয়ার্দী উদ্যানের এই মহাসমাবেশ সাফল্যমণ্ডিত করে তুলতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, শত বাধা-বিপত্তি, গুজব ও অপপ্রচার উপেক্ষা করে জাতীয় ঐক্যের প্রতীক এই মহাসমাবেশকে কামিয়াব করার জন্য যা যা করা দরকার সবই করতে হবে। প্রস্তুতি কমিটি সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে সফল করার জন্য প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। সে সময় তাদের আন্তরিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির নেতৃবন্দ। এছাড়া তারা বৈঠকে নিজেদের মধ্যে বিভিন্ন পর্যায়ের দায়িত্ব বন্টন করে নেন।

সভাপতির বক্তব্যে আল্লামা ওবায়দুল্লাহ ফারুক দেশবাসীর প্রতি এই মহাসম্মেলনে শরিক হওয়ার উদাত্ত জানান।

এ সময় প্রস্তুতি কমিটির সভায় উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান উত্তরা, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল আওয়াল নারায়ণগঞ্জ, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মুফতী মুহাম্মদ আলী আফতাব নগর, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা শওকত হুসাইন সরকার নরসিংদী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতী মুনির হুসাইন কাসেমী, মাওলানা রশীদ আহমাদ মেরাজনগর, মাওলানা আব্দুল্লাহ ব্যাংক কলোনী সাভার, মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, মুফতী আনিসুর রহমান বিমানবন্দর, মাওলানা যুবায়ের আহমাদ মোহাম্মদপুর, মাওলানা বুরহান উদ্দীন মোহাম্মদপুর, মাওলানা আবু ইউসুফ টঙ্গী, মুফতী বুরহান উদ্দীন যাত্রাবাড়ী, মাওলানা মুহিউদ্দিন মাসুম ধউর উত্তরা, মাওলানা আলী আকবর কাসেমী, মাওলানা সালাহউদ্দীন প্রমুখ।


আরো সংবাদ



premium cement
মারিজুয়ানা থেকে পররাষ্ট্র, যুক্তরাষ্ট্র নির্বাচনে কোন ইস্যুতে কার কী নীতি? বৈদ্যুতিক আন্তঃসংযোগ চুক্তি স্বাক্ষর করল সৌদি আরব ও ভারত লালমনিরহাটে বিদেশী নাগরিকের টাকা চুরির ঘটনায় আটক ৫ টিটিসি অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতি : ব্যবস্থা নিতে সরকারের হস্তক্ষেপ কামনা নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমারখালীতে বর্ণিল আয়োজন সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্পের মন্তব্য : যা বললেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব পশুর নদে গ্যাস ও কয়লাবাহী জাহাজের সংঘর্ষ, নিখোঁজ ১ চুয়াডাঙ্গা প্রকাশ্যে বিএনপি নেতাকে কোপালেন যুবলীগ কর্মী ‘আওয়ামী লীগের আমলে প্রতিবছর ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে’ গাজার জাবালিয়ায় হামাসের হামলায় ১৫ ইসরাইলি সেনা হতাহত ইসরাইলের ৫ এলাকায় হিজবুল্লাহর একযোগে হামলা

সকল