১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেছেন, আদালতে দোষী সাব্যস্ত হলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করবে সরকার।

বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘তার (শেখ হাসিনা) বিরুদ্ধে মামলা আছে। আদালতের রায়ের পর তার দেশে ফেরার প্রক্রিয়া শুরু করা হবে।’

অপূর্ব বলেন, ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তাই চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব।

এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে এবং দু-এক দিনের মধ্যে এর গেজেট প্রকাশ করা হবে।

মঙ্গলবার নতুন ইসি গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে সার্চ কমিটি গঠন করে সরকার।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement