২৭ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১, ২৩ রবিউস সানি ১৪৪৬
`

কোর্ট থেকে লুকিয়ে নিয়ে কারাগারে নয়া দিগন্ত পড়তাম : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী - ছবি : নয়া দিগন্ত

কারাগারের সময়ের স্মৃতিচারণ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কারাগারে নয়া দিগন্ত নিষিদ্ধ ছিল। তাই কোর্টে এলে পকেটে ভাঁজ করে লুকিয়ে নিয়ে কারাগারে গিয়ে নয়া দিগন্ত পড়তাম।

রোববার রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে দৈনিক নয়া দিগন্তের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কালো-গুমোট পরিবেশেও নয়া দিগন্ত আমাদের কিছুটা আলো দেখিয়েছে। সকাল হলেই অপেক্ষায় থাকতাম নয়া দিগন্ত কী লিখেছে, সত্য তথ্য পেতাম এই দৈনিক থেকে।

আমি নয়া দিগন্তের নানা প্রবন্ধ পড়েছি, ছোট কিন্তু চমৎকার জানিয়ে তিনি বলেন, যতটুকু লড়াই সংগ্রাম করে সংবাদ প্রকাশ করা যায়, ততটুকু করেছে নয়া দিগন্ত।

গত ১৫ বছর কী অদ্ভুদ একটা জমিদারী শাসন দেখেছি আমরা, কিছু লিখলে জায়গা কারাগারে বা অদৃশ্য হতো। এত চাপের মধ্যেও নয়া দিগন্ত সত্য লিখতো জানিয়ে তিনি বলেন, নয়া দিগন্ত সত্য লিখতো বলেই আমার আজ আলোর মুখ দেখতে পারছি দুনিয়া কাঁপানো আন্দোলনের মধ্য দিয়ে।

এদিকে বেলা ১১টার দিকে বিয়াম মিলনায়তনে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন নয়া দিগন্তের অনলাইনের সাব-এডিটর মুফতি আবু সাঈদ।

উদ্বোধনী বক্তব্য দেন নয়া দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক সালাহউদ্দিন বাবর।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত আছেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলীসহ আরো অনেকে।


আরো সংবাদ



premium cement
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা বিচারককে বদলি নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নৌ ও বিমান বাহিনী মানুষের আস্থার প্রতীক : প্রধান উপদেষ্টা ইরানে ইসরাইলি হামলার নিন্দা বাংলাদেশের যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছরকে শোকজ শরীয়তপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সুন্দরগঞ্জে নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু গণঅধিকার পরিষদের উদ্যোগে স্বস্তির হাট জাতীয় পার্টির (কাজী জাফর) সাথে বৈষম্যবিরোধীদের বৈঠক অনুপ্রবেশ বন্ধে পশ্চিমবঙ্গে পরিবর্তন চাইলেন অমিত শাহ

সকল