২৫ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১, ২১ রবিউস সানি ১৪৪৬
`

‘দেশের ক্রান্তিকালে আলেম সমাজকেই এগিয়ে আসতে হবে’

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা দেলোয়ার হোসাইন - ছবি : নয়া দিগন্ত

দেশের ক্রান্তিকালে আলেম সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা দক্ষিণের আমির মাওলানা দেলোয়ার হোসাইন। তিনি বলেন, আলেমরাই নবীদের উত্তরসূরি। দেশ, জাতি ও উম্মাহর বৃহত্তর স্বার্থে ছোটখাট মতভেদ ভুলে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

আজ শুক্রবার ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দোহার উপজেলা আয়োজিত এক ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেলোয়ার হোসাইন বলেন, ‘ইক্বামাতে দ্বীনের দায়িত্ব আমরাই প্রথম পালন করছি না বরং তা প্রত্যেক নবী-রাসূলদের ওপরই অত্যাবশ্যকীয় ছিল। আমরাও একইভাবে দায়িত্বপ্রাপ্ত কিন্তু এ দায়িত্ব পালন করতে গেলে আমাদেরকে যথাযথ জ্ঞান অর্জন করতে হবে। যথাযথ জ্ঞানার্জন না করলে যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার ও মসজিদের ঈমাম বা খতিব হওয়া যায় না, ঠিক তেমনি ইসলাম সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন না করলে ইসলামী আন্দোলনেও সফল হওয়ার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘মানবরচিত আদর্শ ও ভোগবাদী সমাজ মানুষের জন্য কল্যাণকর নয়। তাই এ প্রচলিত সমাজ ভেঙে ওহি ভিত্তিক নতুন সমাজ গড়তে হবে। খাও, দাও ফুর্তি কর এমন ভোগবাদী স্লোগান কখনো মানুষের স্লোগান হতে পারে না। তিনি দেশ ও জাতিকে এক নতুন সমাজ উপহার দেয়ার জন্য আলেম সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।’

সম্মেলনে হাফেজ মাওলানা আল আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি এ বি এম কামাল হোসাইন। উপস্থিত ছিলেন জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোবিনুর রহমান ও উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন কামাল।


আরো সংবাদ



premium cement
রংপুরে সারজিস ও হাসনাতের সফর প্রতিহত করতে জাপার বিক্ষোভ কালীগঞ্জে অপহরণের ৪ মাস পর লাশ উদ্ধার, বন্ধু গ্রেফতার ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অগ্রণী ভূমিকাকে সমর্থন করবে রাশিয়া আখাউড়ায় এস আলম গ্রুপের কর্মকর্তা আটক দেশ ও জাতিসত্তাবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সক্রিয় থাকতে হবে : সেলিম উদ্দিন কুমিল্লায় ছাত্রদের ন্যায্য মূল্যের বাজারে ক্রেতাদের ভিড় র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি বাংলাদেশের ‘বাংলাদেশ বির্নিমাণে ছাত্র-জনতাকে নিয়ে কাজ করবে গণঅধিকার পরিষদ’ সিলেটে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত পাবনায় ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করল বিশেষ টাস্কফোর্স টিম বিওএ’র নতুন সভাপতি হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সকল