২৫ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১, ২১ রবিউস সানি ১৪৪৬
`

‘জালেম পালিয়েছেন কিন্তু জুলুম পালায়নি’

প্রধান অতিথির বক্তব্যে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান - ছবি : নয়া দিগন্ত

জালেম পালিয়েছেন কিন্তু জুলুম পালায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, জুলুমের অত্যাচারে মানুষ এখনো কষ্ট পাচ্ছেন। আজকে দেশ একটি সংকটের মধ্যে চলছে।

আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইসস্টিটিউটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুজিবুর রহমান বলেন, ‘৫ আগস্ট এদেশে গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থানে ছাত্র, শিক্ষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। ছাত্র শ্রমিক জনতা জীবন দিয়েছেন। তাদের রক্তের গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকার পালিয়ে গেছেন।’

তিনি বলেন, ‘এখানে রাষ্ট্রপতি কে হবেন এটা বড় প্রশ্ন নয়। আজকে সংকট দূর করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ১৮ কোটি মানুষের অর্জিত স্বাধীনতা কেউ যাতে আবার কেড়ে নিতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। শ্রমিক কল্যাণের নেতাকর্মীদের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটি জেলা-উপজেলায় পাহারা দিতে হবে।’

তিনি আরো বলেন, ‘দেশে ইসলামের পতাকাবাহী একমাত্র শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এ সংগঠন খেটে খাওয়া মানুষদের আলোর পথ দেখায়। অন্ধকার থেকে দূরে রাখে। মানুষদের শান্তির পথের সন্ধান দেয়। আল্লাহর আইন বাস্তবায়ন ছাড়া দেশ থেকে বৈষম্য দূর হবে না। বৈষম্য দূর করার জন্য ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। তাহলে শ্রমজীবী মানুষ সুখ-শান্তি ফিরে পাবে।’

নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, ‘শ্রমিকরা কাজ করে খেতে চান। শ্রমিকরা সংঙ্ঘাত চান না। আমরা শ্রমিক-মালিকের সুসম্পর্ক চাই।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক হারুনুর রশিদ খান বলেন, ‘শ্রমিক কল্যাণ ফেডারেশন এদেশে একদল আদর্শ মানুষ তৈরি করা চায়। যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু সত্যের পক্ষে থাকবে আপোষহীন। আমরা আর কোনো চোরদের জন্য এ দেশের ভূমি ছেড়ে দিব না। আর কোনো চোরদের হাতে এদেশ ছেড়ে দেয়া হবে না।’

ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক গোলাম পরওয়ার ও নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব।

সভায় আরো বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সভাপতি গোলাম রব্বানী, লস্কর মো: তসলিম, মাস্টার শফিকুল আলম, কবির আহমদ, মজিবুর রহমান ভূঁইয়া, মনসুর রহমান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
অতিরিক্ত লবণে উচ্চ রক্তচাপের ঝুঁকি, কম খেলে হতে পারে মৃত্যুও দেশে ফিরেছেন মির্জা ফখরুল ‘শেখ হাসিনা দেশের ইতিহাসে নিকৃষ্ট স্বৈরাচার’ ঘরের মাঠে কোণঠাসা ভারত, ভাঙতে চলেছে ২ দশকের রেকর্ড চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের আহ্বায়ক ফরায়েজীর রোগমুক্তি কামনায় দোয়া ‘বিগত আমলে মানুষ প্রতিটি সেক্টরে জিম্মি ছিল’ যুক্তরাষ্ট্র-কানাডা সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান চট্টগ্রামে ছাত্র আন্দোলনে নিহত শহীদ ওয়াসিমের শোকসভা আমরা নিষিদ্ধের রাজনীতি বিশ্বাস করি না : খায়রুল কবির খোকন ঘুমধুম সীমান্তে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ২ শেখ হাসিনাকে ৫৭ বার ফাঁসি দিলেও ক্ষতি পূরণ হবে না : সেলিম উদ্দিন

সকল