২১ অক্টোবর ২০২৪, ৫ কার্তিক ১৪৩০, ১৭ রবিউস সানি ১৪৪৬
`

বিনা ভোটের সরকার আর আসতে দেবো না : রুমিন ফারহানা

অলি আহাদের ১২তম মৃত্যুবার্ষিকীতে রুমিন ফারহানা - ছবি : নয়া দিগন্ত

বিনা ভোটের সরকার আর আসতে দেবো না বলে মন্তব্য করে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘ক্ষমতায় যাবে সেই জন, যেই জনকে দেশের মানুষ ভোট দিয়ে ক্ষমতায় নেবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার বারবার ক্ষমতায় এসে মানুষকে অত্যাচার করেছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর বাংলাদেশের মানুষ স্বস্তির নিশ্বাস ফেলেছিল। একটা বাড়িতেও কান্না হয়নি। একটা মানুষও আফসোস করেনি। এবার ৫ আগস্ট একই ঘটনা ঘটেছে। হাসিনা একদিকে পালিয়েছে। আর মানুষের ঘরে খুশি আর খুশি, মুক্তি আর আনন্দ। আওয়ামী লীগকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না।’

রোববার (২০ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর প্রথম গেইট-সংলগ্ন মাঠে ব্যারিস্টার রুমিন ফারহানার পিতা অলি আহাদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘ষড়যন্ত্র এখনো থেমে নেই। ভোটের কোনো নিশানা দেখি না। এ দেশের মানুষ ভোটের জন্য আন্দোলন করেছে। অনেকবার রক্ত দিয়েছে। মানুষের ধৈর্যের পরীক্ষা নেবেন না। মানুষকে ভোট দেয়ার সুযোগ তৈরি করে দেন। মানুষ যাকে খুশি, তাকেই বেছে নেবে। এই দেশ চলবে মানুষের রায়ে।’

জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মমিন হোসেন ও ইঞ্জিনিয়ার আরিফুল হক মুকুলের সঞ্চালনায় এবং বিএনপি নেতা আমান মুন্সির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি। বক্তব্য দেন ডেমোক্রেটিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খোকন চন্দ্র সেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সরাইল সদর ইউপি চেয়ারনম্যান আব্দুল জব্বার প্রমুখ।

এ সময় বক্তারা রাষ্ট্রভাষা আন্দোলনের অন্যতম নেতা ও ডেমোক্রেটিক লীগের সভাপতি অলি আহাদের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন এবং সভা শেষে তার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।


আরো সংবাদ



premium cement
নতুন চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ডেন্টালের সভাপতি ডা: পরিমল মহাসচিব ডা: কবির বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সাথে স্বাস্থ্য ও তথ্য উপদেষ্টার মতবিনিময় বায়তুল মোকাররমে হামাস প্রধান সিনওয়ারের গায়েবানা নামাজে জানাজা পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সাথে ডিবিএর বৈঠক আজ মোহাম্মদপুরে ১১ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ মুফতি রেজাউল হককে অব্যাহতি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান গণতান্ত্রিক ঐক্যের সাশ্রয়ী মূল্যে দুধ গোশত জোগানে খামারিদের সহায়তা জরুরি স্ত্রীসহ সাবেক মন্ত্রী নুরুজ্জামান ও এমপি ইকবালুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা বিচারপতিদের অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল

সকল