১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩০, ১৫ রবিউস সানি ১৪৪৬
`

সাবেক এমপি কামাল মজুমদার গ্রেফতার

কামাল আহমেদ মজুমদার - ছবি : সংগৃহীত

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ।

বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি কাজী গোলাম মোস্তফা।

ওসি জানান, শুক্রবার রাতে গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে। শনিবার কামাল আহমেদ মজুমদারকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে বলেও জানান ওসি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর কামাল আহমেদ মজুমদারকে আর জনসমক্ষে দেখা যায়নি। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আর একাদশ সংসদে তিনি শিল্প প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভায় তার স্থান ছিল না।


আরো সংবাদ



premium cement