১৬ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩০, ১২ রবিউস সানি ১৪৪৬
`

পোশাকশ্রমিকদের পেনশন চালু করার পরিকল্পনা সরকারের : আসিফ

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া - ছবি : সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অবসরের পর আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে তৈরি পোশাকশ্রমিকদের জন্য পেনশন প্রকল্প চালুর পরিকল্পনা করেছে সরকার।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আওতায় টঙ্গীতে পোশাক কারখানা প্রাঙ্গণে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'আমার স্বপ্ন ছিল সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় তৈরি পোশাকশ্রমিকদের জন্য পেনশন ব্যবস্থা চালু করার। যাতে অবসরের পর তারা কিছুটা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন। এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তবে সব অংশীজনের সহযোগিতায় আমরা কাজটি করতে পারব।’

এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকরাও রক্ত দিয়েছে। রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার প্রথম সুবিধাভোগী হওয়া উচিত এই দেশের মেহনতি মানুষের। দেশের মেহনতি শ্রমিকদের কর্মের ফলেই এত লুটপাটের পরও বাংলাদেশ টিকে আছে।’

উপদেষ্টা আরো বলেন, কিছু বহিরাগতদের চক্রান্তে আমাদের শ্রম সেক্টরে অসন্তোষ সৃষ্টি হয়েছিল, তারই প্রেক্ষিতে আমরা শ্রমিকপক্ষ ও মালিকপক্ষকে নিয়ে ১৮ দফা যৌথ বিবৃতি ঘোষণার মাধ্যমে শ্রমিকদের অসন্তোষ নিরসনের উদ্যোগ নিয়েছি। আজ সেই দাবির জন্যই আমরা স্বল্পমূল্যে টিসিবির পণ্য সরবরাহ শুরু করেছি। টিসিবির পণ্য বিক্রয় কর্মসূচি পর্যায়ক্রমে আরো বাড়ানো হবে।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা: সেলিম উদ্দিন, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো: মোস্তফা ইকবাল, বিজিএমইএ’র সভাপতি খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে গভীর রাতে এলো গোলাগুলির বিকট শব্দ রহস্যময় কালো বলে সয়লাব, সিডনির সৈকত বন্ধ ঘোষণা ইউক্রেনের ‘বিজয় পরিকল্পনা’ প্রকাশ করলেন জেলেনস্কি জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী হলেন ওমর আবদুল্লাহ সিলেটে বিজিবির হাতে অর্ধকোটি টাকার চোরাই মাল জব্দ সাভারে ট্যানারির সিইটিপি পরিদর্শনে বিশ্বব্যাংকের পর্যবেক্ষক দল বিমানের প্রথম নারী পরিচালক হলেন তাসমিন দোজা যশোরে তারেকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিলেন আ’লীগ নেতা খয়রাত চাপের মুখে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিলো ইসরাইল সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা বছরে ইঁদুর নষ্ট করছে ৫০০ কোটি টাকার ফসল

সকল