১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১, ১১ রবিউস সানি ১৪৪৬
`

‘জামায়াতের কর্মীদের সব সময় ময়দানে সক্রিয় থাকতে হবে’

- ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ অ্যাডভোকেট মশিউল আলম বলেছেন, ‘জামায়াত একটি গণমুখী, আদর্শবাদী ও কল্যাণমুখী সংগঠন। তাই জামায়াতের কর্মীদের সব সময় ময়দানে সক্রিয় থাকতে হবে। রোকনরা সংগঠনের মূল চালিকা শক্তি। তাই রোকনদেরকে সব সময় সক্রিয় থাকতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীকে ময়দানে আরো বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানান।’

মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীলদের শিক্ষা শিবির-২৪-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি এবিএম কামাল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির মাওলানা আবদুল জাব্বার।

এছাড়াও শিক্ষা শিবিরে আলোচনা রাখেন জেলা নায়েবে আমির জনাব শোহিনুর ইসলাম। জেলা কর্মপরিষদ সদস্য, থানা আমির ও সেক্রেটারিরা।

মশিউল আলম বলেন, ‘জামায়াত একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল তা বিরোধীরা অকাতরে স্বীকার করেন। তাই জামায়াতের সকল পর্যায়ের জনশক্তিকে যথাযথভাবে সংগঠনের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে। এক্ষেত্রে আনুগত্য অতি গুরুত্বপূর্ণ অনুসঙ্গ। পরামর্শের ভিত্তিতে কাজ করলে সংগঠনের ভিত্তি আরো মজবুত হবে। আর ইসলামী আন্দোলনের বাধা-প্রতিবন্ধকতা ইতিহাসের ধারাবাহিকতা। তিনি অতীতের মতো জুলুম-নির্যাতন উপেক্ষা করে দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সকলকে ময়দানে অবিচল থাকার আহ্বান জানান।’

বিশেষ অতিথি মাওলানা আবদুল জাব্বার বলেন, ‘বাংলাদেশের মাটিতে আর কোনো স্বৈরশাসকের ঠাই হবে না। এখন সময় এসেছে ময়দানে কাজ করার। তাই সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে। তিনি মানুষের ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।’

সভাপতির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ‘রাজধানীর পাশের জেলা হিসেবে আমাদেরকে আরো জোরালো ভূমিকা পালন করতে হবে। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায়, পরিবার ও আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়া এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানান।’

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement