০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১, ৩ রবিউস সানি ১৪৪৬
`

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে আওয়ামী লীগের মতোই শ্রমিকদের শোষণ করবে : মাসুদ

- ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে পরবর্তী সরকারও আওয়ামী লীগের মতোই শ্রমিকদের শোষণ করবে।’

সোমবার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত শ্রমিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাউফল উপজেলা সভাপতি মো: আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা আমির অধ্যাপক শাহ আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল অঞ্চলের সহ-পরিচালক মো: মশিউর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাউফল উপজেলা উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা সভাপতি সাইদুর রহমান খান পাভেলসহ প্রমুখ নেতৃবৃন্দ।

ড. মাসুদ বলেন, ‘স্বাধীনতার পর গত ৫৩ বছর শোষিত শ্রমিকেরা তাদের অধিকার আদায়ে আন্দোলন করতে গিয়ে বহু শ্রমিককে জীবন দিতে হয়েছে। কিন্তু আজও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। যখন যারা ক্ষমতায় এসেছে তারা তাদের মতবাদ কায়েমের চেষ্টা করায় মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। নামাজ রোজার মতোই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন ফরজ করেছেন। যতক্ষণ না বাংলার জমিনে আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতার জন্য রাজনীতি করে না, জামায়াতে ইসলামী দ্বীন কায়েমের আন্দোলন করে। এই দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে জামায়াতে ইসলামের বহু নেতাকর্মীকে হামলা-মামলা, জেল, জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে, এমনকি অসংখ্য নেতাকর্মী জীবন দিতে হয়েছে। তবুও জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী দ্বীন কায়েমের আন্দোলন, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে পিছপা হয়নি। এমনকি কোনো নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে যায়নি, জনগণের সাথেই রয়েছে। যারা কৃষক-শ্রমিক-জনতাকে শোষণ করেছে, মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছে তারাই দেশ ছেড়ে পালিয়ে গেছে।’

ড. মাসুদ আরো বলেন, ‘বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হলে ঘরে ঘরে ওমর (রা.) সৃষ্টি হবে, নতুবা ঘরে ঘরে সালমান এফ রহমান সৃষ্টি হবে। ঘরে ঘরে হযরত ফাতেমার (রা.) মতোন নারী সৃষ্টি হবে, নতুবা ঘরে ঘরে খুনি হাসিনার মতোন নারী সৃষ্টি হবে। তিনি নতুন বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামীর ছায়াতলে আসতে উপস্থিত শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানান।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
আড়াইহাজারে ৭ দিন পর অপহৃত মাদরাসাছাত্রী উদ্ধার, তরুণী গ্রেফতার আলাউদ্দিন নগর শিক্ষা পল্লীতে মাদকমুক্ত ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন তুরস্কের সাবেক মন্ত্রী রেজাই কোতানের ইন্তেকালে জামায়াত আামিরের শোক গত এক বছরে গাজার ৪০ হাজার স্থাপনায় হামলা ইসরাইলের কাল ওমরা করতে সৌদি যাচ্ছেন ড. মোশাররফ মিরসরাইয়ে সাবেক মন্ত্রী মোশাররফসহ আ’লীগের ২৯ জনের নামে মামলা সেন্টমার্টিনে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে : পরিবেশ উপদেষ্টা উচ্চ আদালতের বিচারকদের কর্মকালীন ও অবসর-পরবর্তী নিয়োগ শাহপরীর দ্বীপ থেকে ৮ কেজি তিমি মাছের বমিসহ পাচারকারী আটক মানবিক সমাজ গঠনে শিক্ষাভাবনা ‘ইসলাম রক্ষায় হেফাজতে ইসলাম অতন্দ্র প্রহরীর কাজ করছে’

সকল