০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১,
`

ছাত্রশিবির ঢাকা পশ্চিম অঞ্চলের ‘সাথী সমাবেশ’ অনুষ্ঠিত

ছাত্রশিবির ঢাকা পশ্চিম অঞ্চলের ‘সাথী সমাবেশ’ অনুষ্ঠিত - ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম অঞ্চলের উদ্যোগে ‘সাথী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) রাজধানীর পল্লবী ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিন এবং প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক আবদুল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি এস এম সালাহউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম।

প্রধান অতিথি সেলিম উদ্দিন তার বক্তব্যে বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, কিন্তু তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। তারা আমাদের অর্জিত বিজয়কে ছিনিয়ে নেয়ার জন্য নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ছাত্রশিবিরের মতো আদর্শিক সংগঠনের জনশক্তি মাঠে থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা পূর্ণতা দিতে হলে প্রত্যেককে সৎ, ত্যাগী এবং আদর্শের পথ অনুসরণ করে এগিয়ে যেতে হবে।’

প্রধান বক্তা জাহিদুল ইসলাম তার আলোচনায় শহীদদের অবদান তুলে ধরে বলেন, ‘গণঅভ্যুত্থানের শহীদরা কোনো দলের নয়, তারা দেশের সম্পদ। তারা দেশের জন্য নিজের প্রাণ দিয়েছেন এবং তাদের এই আত্মত্যাগ পুরো জাতির জন্য। এই আন্দোলনের কৃতিত্ব কোনো একক দলের নয়; দেশের প্রতিটি নাগরিকই এই আন্দোলনের স্টেকহোল্ডার। আমরা যদি শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, তাহলে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে কাজ করতে হবে।’

সমাবেশে বক্তারা ছাত্রশিবিরের আদর্শিক ও ত্যাগী কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।-বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
আ’লীগ রাজনীতি করতে চাইলে তাদের আগে বিচার হতে হবে : অধ্যাপক মুজিবুর অনির্দিষ্টকালের অপেক্ষা নয়, রোহিঙ্গা সঙ্কটের আন্তর্জাতিক সমাধান চান ড. ইউনূস সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অপহরণ মামলা ‘ছাত্র-জনতার খুনিরা রেহাই পাবে না’ লালমনিরহাটে সরকারি ৬০০ বস্তা চাউল উদ্ধার দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ফতুল্লায় ৬ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ ভালুকায় মেয়েকে গলাটিপে হত্যা করলেন মা ব্রাজিলের সাথে সম্পর্ক জোরদারে আগ্রহী ঢাকা বিপজ্জনক পর্যায়ে ঢাকার বায়ুদূষণ : গবেষণা আদর্শ সমাজ বিনির্মাণে রাসূলের সা: সিরাত অনুসরণের বিকল্প নেই : শিবির সভাপতি

সকল