২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

‘অর্জিত বিজয় অর্থবহ করতে ঐক্যবদ্ধ হতে হবে’

জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত জেলা মজলিসে শূরার অধিবেশন - সংগৃহীত

ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয়কে টেকসই ও অর্থবহ বৃহত্তর জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক সাইফুল আলম খান মিলন।

তিনি বলেছেন, ‘ঢাকা জেলা দক্ষিণ ইসলামী আন্দোলনের জন্য খুবই উর্বর। আগামীদিনে এই উর্বরতা বাড়ানোর জন্য সংগঠনের সকল স্তরের জনশক্তিকে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলে দেশে ইসলামী বিপ্লবে অনিবার্য হয়ে উঠবে।’

রোববার ঢাকার কেরানীগঞ্জের একটি অডিটরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত জেলা মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাইফুল আলম খান মিলন বলেন, ‘ইসলামী আন্দোলনে সকল স্তরের জনশক্তিই অতিগুরুত্বপূর্ণ। কাউকে এক্ষেত্রে ছোট করে দেখার সুযোগ নেই, বরং প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে একজন সিপাহসালার। কিন্তু জামায়াতের সাংগঠনিক কাঠামোতে সংগঠনের সকল স্তরে মজলিসে শূরা খুবই গুরুত্বপূর্ণ। এটিই সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা। তাই প্রত্যেক মজলিসে শূরা সদস্যকে দায়িত্ব পালন ও সিদ্ধান্ত গ্রহণের বিচক্ষণতা, প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিতে হবে। মূলত শূরা সদস্যরা হচ্ছেন জেলার মূল চালিকা শক্তি।’

তিনি বলেন, ‘অপশাসন-দুঃশাসন, গুম, খুন, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য সকল সময়ের সীমা লঙ্ঘন করায় ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে এক ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে। আমাদের নতুন প্রজন্ম এক অভিনব আঙ্গিকে একটি সফল ও স্বার্থক আন্দোলন করেছি। তারা প্রচলিত হরতালের বিপরীতে বাংলা ব্লাকেড, কমপ্লিট শাটডাউন এবং অসহযোগ আন্দোলন করে দেখিয়ে দিয়েছেন এদেশের মানুষ সব সময় অপরাজেয় ও দুর্জেয়। আর তাদের সে ডাকেই সারা দিয়েছে রাজপথে নেমে এসেছিল আবাল-বৃদ্ধ-বনিতা। এই আন্দোলনে অন্যতম ভূমিকা পালন করেছিল জামায়াতে ইসলামী। তিনি অর্জিত বিজয়কে অর্থবহ করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।’

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি এ বি এম কামাল হোসাইনের সঞ্চালনায় অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চল টিম সদস্য মাওলানা আবদুল মান্নান। উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মোঃ শাহিনুর ইসলামসহ জেলা শুরার সকল সদস্যরা।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement