২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`
গাজীপুরে শ্রমিক সমাবেশ

কলকারখানা ধ্বংস করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চক্রান্ত হচ্ছে : মির্জা ফখরুল

গাজীপুরের সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর - ছবি : নয়া দিগন্ত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা রয়ে গেছে। এরা এখন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। কলকারখানা ধ্বংস করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চক্রান্ত করছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি কলেজ মাঠে এক বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করেছে। বিশেষ করে পুলিশ বাহিনীকে ব্যবহার করে হত্যা, গুম, মিথ্যা মামলায় পুরো দেশকে কারাগারে পরিণত করেছিল। আওয়ামী লীগের পতনের পর মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কিন্তু স্বৈরাচারিনী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা রয়ে গেছে। এরা এখন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। কলকারখানা ধ্বংস করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চক্রান্ত করছে। সকলকে ঐক্যবদ্ধভাবে এদের চক্রান্ত রুখে দিতে হবে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ধৈয্য ধরুন, প্রতিশোধ নিবেন না, প্রতিশোধ প্রতিহিংসা বাড়ায়। আওয়ামী লীগের রেখে যাওয়া জঞ্জাল দূর করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছি। যত দ্রুত সম্ভব সংস্কার সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা যাবে ততই নিরাপদ।’

তিনি বলেন, ‘আমার ভোট আমি দিব, তোমার ভোটও আমি দিব’ সেই দিন আর ফিরে আসবে না।

মির্জা ফখরুল বলেন, ‘দেশকে স্বৈরাচারমুক্ত করার আন্দোলনে শ্রমিক ভাইদেরও অনেক অবদান রয়েছে। ৫ আগস্টের পর আহতদের খোঁজখবর দিতে অনেক হাসপাতালে গিয়েছি। যাদেরকে আহত অবস্থায় চিকিৎসাধীনে পেয়েছি তাদের ৬০ ভাগই শ্রমিক। শিল্প কারখানা রক্ষায়ও শ্রমিক ভাইদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। কোনো অপশক্তি যাতে শিল্প-কারখানার ক্ষতি করতে না পারে সেজন্য সকলকে চোখ-কান খোলা রাখতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশে স্বৈরাচার কর্তৃক গণহত্যার সময় ভারত কোনো কথা বলেনি। বরং তারা সেই স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে। গণহত্যায় জড়িত নিষ্ঠুর স্বৈরাচারিনী শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে ভারতকে চিঠি দেয়ার জন্যও তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান।’

দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘পাটশিল্পকে এদেশ থেকে যেভাবে ছিনিয়ে নেয়া হয়েছে গার্মেন্টশিল্পকেও সেভাবে ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র চলছে। গার্মেন্টশিল্প ভারতে চলে গেলে লাভবান হবে সেদেশের মানুষ। এ শিল্পকে রক্ষা করা শ্রমিক দলের একার কাজ নয়, এটি সবার কাজ, মেহনতি মানুষের কাজ। কাজেই প্রত্যেকটি কারখানা পাহারা দিতে হবে। যাতে দুষ্কৃতকারীরা কোনো ক্ষতি করতে না পারে। দুষ্কৃতকারীদের হাতেনাতে ধরতে হবে, ধরলে দেখা যাবে তারা এদেশের মানুষ না।’

তিনি আরো বলেন, ‘দেশকে সামনে এগিয়ে নিতে চাইলে কলকারখানা চালু রাখতে হবে। কলকারখানা রক্ষা করা সবার দায়িত্ব, এটি কারোর একার দায়িত্ব নয়। কলকারখানা থাকলে মজুরি বাড়বে, আপনার উন্নতি হবে, দেশের উন্নতি হবে।’

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরি সভাপতি সালাহ উদ্দিন সরকার বলেন, ‘মিল ফ্যাক্টরিতে হামলাকারীরা কোনো শ্রমিক নয়। এরা কারা তা মালিক-শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে চিহ্নিত করতে হবে। হামলাকারীদের আমরা শ্রমিক হিসেবে চিনি না, এরা বহিরাগত কোনো তৃতীয় শক্তি। শ্রমিকদের রুটি-রুজি রক্ষায় এই অপশক্তিকে রুখতে হবে।’

বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খানের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, এ কে এম ফজলুল হক মিলন, শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি মো: আনোয়ার হোসাইন, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, ডাক্তার মাজহারুল আলম, মুজিবুর রহমান, ফিরোজ আল মামুন, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো: শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো: মিনার উদ্দিন, গাজীপুর মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়সাল আহম্মেদ সরকার প্রমুখ।


আরো সংবাদ



premium cement
জাতিসঙ্ঘ সম্মেলন থেকে যা অর্জন করলেন ড. ইউনূস ইলিশের দাম দেশে ১৬৫০, ভারতে ১১৮০ টাকা পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ দুর্নীতিমুক্ত দলই নতুন বাংলাদেশ গড়তে পারবে : নূরুল ইসলাম বুলবুল ভারতে গেল ৯৯ টন ইলিশ বাড়ছে তিস্তার পানি, ফের বন্যার আশঙ্কা ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ রেললাইন নির্মাণ কাজ চালু হচ্ছে দুর্নীতিবাজ প্রকাশকদের শ্বেতপত্র প্রকাশ ও তাদের বিচারের দাবি সৃজনশীল প্রকাশক ওয়ার্কিং কমিটির সংস্কারের পর কী কী পরিবর্তন আসতে পারে দেশের নির্বাচন ব্যবস্থায়? অর্ন্তবর্তী সরকারের ভেতরে সুবিধাভোগীরা ডুকে গেছে : নুর যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সকল