২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

'ছাত্র-জনতার ঐক্য নষ্ট করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে'

'ছাত্র-জনতার ঐক্য নষ্ট করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে' - ছবি : সংগৃহীত

পাশের দেশের গোয়েন্দা সংস্থা এখনো এই দেশে তৎপর। তারা বাংলাদেশে বিশৃঙ্খলা করার ষড়যন্ত্রে লিপ্ত। তাদের এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কিশোরগঞ্জ জেলায় ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন গণঅধিকার পরিষদ শাখার কর্মী সভা এই আহ্বান জানানো হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মী সভা শুরু হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, '২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি বিজয় অর্জন করেছি। ছাত্র-জনতার ঐক্যকে বিনষ্ট করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে দখলদারিত্ব চলবে না। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে দখলদারিত্ব চলছে, আমরা স্পষ্টভাবে বলছি, এসব দখলদারির বিরুদ্ধে আমাদের অবস্থান। অভিযোগ রয়েছে, গণহত্যায় নেতৃত্ব দেয়া আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের এলাকায় ফেরাচ্ছে বিএনপির নামধারী এক শ্রেণীর লোক। আমরা স্পষ্ট করে বলছি, এদের বিরুদ্ধে বিএনপির ব্যবস্থা নিতে হবে। বিএনপি আমাদের মিত্র, গত ১৫ বছরে বিএনপি গুম, খুন নির্যাতনের শিকার হয়েছে। যারা চাঁদাবাজি করছে, দখলদারিত্ব করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বিএনপিকে এখন প্রমাণ করতে হবে যে বিএনপি মুদ্রার এপিঠ-ওপিঠ নয়। গতকাল কক্সবাজারে একজন সেনা অফিসার দূর্বত্তদের হামলায় নিহত হয়েছেন। এটা সামান্য কোনো বিষয় নয়। পাশের দেশের গোয়েন্দা সংস্থা এখনো এই দেশে তৎপর। তারা বাংলাদেশে বিশৃঙ্খলা করার ষড়যন্ত্রে লিপ্ত। তাদের এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা বিভক্ত হয়ে গেলে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা সুযোগ নিতে পারে।

১৮ মাসের ভিতর নির্বাচন নিয়ে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে তা ইতিবাচক হিসেবে দেখছে গণঅধিকার পরিষদ। তিনি বলেন, আমরা চাই রাষ্ট্র সংস্কার করে করে দ্রুত সময়ের নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা হোক।

তিনি আরো বলেন, গণঅধিকার পরিষদ আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে কিংবা ক্ষমতার অংশীদার হলে কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ দিবে। দেশের বেকারত্ব কমানোর জন্য নতুন নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য শিক্ষিত বেকার যুবকদের নামমাত্র সুদে ঋণ দেয়ার ব্যবস্থা করবে।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক মোখলেছুর রহমান উজ্জ্বল বলেন, রাজপথে যুদ্ধ করে স্বৈরাচার হটিয়েছি, তার মাধ্যমে সুযোগ তৈরী হয়েছে রাষ্ট্র সংস্কারের। এখন আমরা সুষ্ঠু রাজনৈতিক বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রকে গড়ে তোলার। দীর্ঘদিন আমরা অসভ্যদের হাতে শাসিত হয়েছি। তাই সভ্য রাষ্ট্র গড়ে উঠেনি। এখন সময় এসেছে ভালো মানুষগুলো রাজনীতিতে এসে রাষ্ট্রকে সভ্য করে গড়ে তোলার। গণঅধিকার পরিষদ অপামর জনতার প্লাটফর্ম সকলের প্রতি আহ্বান গণঅধিকার পরিষদকে নিজের দল মনে করে দেশ গঠন করতে গণঅধিকার পরিষদকে এগিয়ে নিন।

গণঅধিকার পরিষদের জেলার আহ্বায়ক নাসির উদ্দীন বলেন, আগামীর বাংলাদেশ গড়ার জন্য সবাইকে গণঅধিকার পরিষদের তলে আসার আহ্বান রইলো।

ভৈরব উপজেলা গণঅধিকার পরিষদের সদস্যসচিব ইমতিয়াজ কাজলের সভাপতিত্বে ছাত্রনেতা জুনায়েদ সরকারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, কটিয়াদি উপজেলা আহ্বায়ক মহসিন, কিশোরগঞ্জ সদর উপজেলা সদস্যসচিব মোস্তফা কামাল, বাজিতপুর উপজেলার নেতা হুমায়ুন আহমেদ ও ইকবাল হাসান প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
প্রধান উপদেষ্টার সfথে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাটমোহরে গৃহবধূর সাথে আপত্তিকর অবস্থায় জনতার হাতে এসআই আটক সাবেক আইনমন্ত্রী-সাবেক অ্যাটর্নি জেনারেল-তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা ‘খালেদা জিয়া: এ বায়োগ্রাফি অব ডেমোক্রেসি’ গ্রন্থের মোড়ক উন্মোচন হিলি স্থলবন্দরে ভারত থেকে আবারো আলু আমদানি শুরু শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত? আরো ২ মামলায় গ্রেফতার দেখানো হলো আনিসুল, সালমান, দীপু মনি ও পলককে ২৪ ঘণ্টার ব্যবধানে কথিত জমাতুল আনসার সদস্যদের জামিন বাতিল তথ্য সংশোধন ও সংযোজনের জন্য বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের খসড়া তালিকা প্রকাশ এক দিনের ব্যবধানে আবারো বাড়ল স্বর্ণের দাম অন্তর্বর্তী সরকারের প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত জাপান : রাষ্ট্রদূত

সকল