২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস - ছবি : সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় দায়িত্ব পালনকালে লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, ‘আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আমার সব সহকর্মীর প্রতি সমবেদনা জানাতে চাই।’

ড. ইউনূস জাতিসঙ্ঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

শোকবার্তায় ড. ইউনূস বলেন, ‘দেশের শান্তি-শৃঙ্খলা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসেবে সেনাবাহিনীর এই তরুণ ও মেধাবী কর্মকর্তা জনগণকে রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন। তার আত্মত্যাগ দেশপ্রেমের আদর্শের নজির হিসেবে তার এ আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।’

অধ্যাপক ইউনূস বলেন, ‘নির্জনের মৃত্যু এমন এক সময়ে হলো যখন বাংলাদেশ সেনাবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশব্যাপী জনমানুষের নিরাপত্তায় দিনরাত কাজ করে যাচ্ছে।’

ড. ইউনূস আরো বলেন, ‘দুর্বৃত্তদের হামলায় তার এ অকাল মৃত্যু শুধু সেনাবাহিনীর জন্য নয় বরং দেশের জন্যও এক অপূরণীয় ক্ষতি।’

প্রধান উপদেষ্টা বলেন, প্রিয় মাতৃভূমির প্রয়োজনে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের এই মহান আত্মত্যাগ একটি সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আমাদের সংকল্পবদ্ধ হয়ে আত্মনিয়োগের ক্ষেত্রে প্রেরণার উৎস হয়ে থাকবে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
১০টি গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দরপত্র চাইতে পারে বিপিডিবি সমর্থন বজায় রাখতে জাতিসঙ্ঘ মঞ্চে জেলেনস্কি ইসরাইলি হামলায় লেবাননের একই পরিবারের ১১ সদস্য নিহত সাবেক শিল্পমন্ত্রীর রিমান্ড নামঞ্জুর, কারাগারে প্রেরণ দ্বি-রাষ্ট্রীয় সমাধান ফিলিস্তিনে স্থায়ী শান্তি নিশ্চিতের উপায় : বাইডেন মির্জা আব্বাসকে হত্যাচেষ্টা : রাশেদ খান মেনন কারাগারে চরফ্যাশনে মেঘনার পাড় থেকে নারীর লাশ উদ্ধার আ’লীগকে বাদ দিয়ে সংস্কার বা নির্বাচন অসম্ভব : জয় লেবাননে উত্তেজনা কমাতে ইরানের প্রেসিডেন্টকে ম্যাক্রোঁর অনুরোধ মোংলায় অস্ত্র-গোলাবারুদসহ ২ যুবলীগ কর্মী আটক ভারতের পছন্দের লোক রক্ত পিপাসু স্বৈরাচার শেখ হাসিনা : রিজভী

সকল