২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

আ. লীগের রাজনীতি করার অধিকার নেই : মেজর হাফিজ

জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ (সিএসআরবি) আয়োজিত ‘বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন ও জন মালিকানা’ শীর্ষক সেমিনারে নেতারা - ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, যারা এই দেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, রাজপথে সাধারণ মানুষকে গুলি করে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে, ওই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

রোববার জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ (সিএসআরবি) আয়োজিত ‘বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন ও জন মালিকানা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

হাফিজ বলেন, রাজনীতিকদের একটা বড় অংশ দুর্নীতিবাজ। এতে কোনো সন্দেহ নেই। যে তিন-চারটি নির্বাচন করে গেল শেখ হাসিনা, এগুলো কি নির্বাচন হলো? এগুলোতে কী পেয়েছি আমরা? এভাবে জনগণের সাথে প্রতারণা বিশ্বের কোনো সরকার করেনি। কিভাবে ব্যাংক ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে। কিভাবে পুলিশ বাহিনীকে একটা দুর্বৃত্ত বাহিনীতে পরিণত করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরী, কবি আবদুল হাই শিকদার প্রমুখ।


আরো সংবাদ



premium cement