কালের ভাষা
- মীনা সাহা
- ২৪ জুলাই ২০২২, ১৮:৫২
শুধু দখলদারির মজ্জাগত অসুখ এখন
দিনের সে কোলাহল শেষে
একুশ শতক নগ্ন আর্তনাদের হাহাকারে কাঁদে
জলন্ত চুল্লিতে পুড়ে খাক অবাধ নীরবতা
একাকীত্বের নিজস্ব দিনলিপিতে জেগে থাকে রাত
ভোগের স্ফূর্তিতে মত্ত কলিকাল
সভ্যতার মন্থনের ভাষা লিখে যাবে কবি
অবরুদ্ধ বৈপরীত্যে খন্ডিত কালের ভাষা অপবোধি
নাগরিক চালে কি যে কথা বলি
ঘোর ঘোর অমানিশা কালের পাঁচালি
অসম্ভবের বার্তায় লিখে রাখি দিন
বোধিসত্বের জ্ঞানের কাছে হয় হোক ঋণ
সময়ের অনুতাপ কালের রন্ধ্রে রন্ধ্রে ফেলেছে ছাপ
কতশত অভিশাপ।
উকিলের কালোকোট খুচরো আধুলির মত হাতের ইশারাতে নাচে
ন্যায় অন্যায়ের কত কথা কেবলই যাচে
দিনের আলোতে সুখ অন্ধ হোমার পুড়েছে কেবলই রাতের মানচিত্রে
এঁকেছে আলোর সৃষ্টি শত শত কালের গাত্রে
সৃষ্টির আনন্দে কি যে সুখ জানে কি তা অন্ধজন
কেবলই ভোগ আর ভোগ করে শুধু রণ
এই চাই ওই চাই শুধু চাই আর চাই
দিনের শেষে রাতের আঁধারেও আলোর ভাষা লিখে যাই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা