১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তরুণের রক্তাক্ত শার্ট

-

স্বাধীনতা তুমি এই মাটিতে ভেঙেছো বোনের বিয়ে,
পেয়েছি তোমায় নয়টি মাসে লাখো জীবনকে দিয়ে।
কামানের শব্দ, নির্বাক জননী নিস্তব্ধ কালো রাত,
ঘুমন্ত নারী-পুরুষের প্রতি হায়েনাদের কী আঘাত!

তোমার প্রতীক্ষায় শুকিয়ে গেছে কুমড়ো গাছের ডাল,
যুদ্ধে যাওয়া তরুণ কৃষকের লাঙ্গলের ভাঙ্গা ফাল।
স্বাধীনতা তোমার নামটা শুনেই কাঁপে শাসকের বুক,
নির্যাতনের স্টিমরোলারে মসনদে থাকার সুখ।

গাঁয়ের বধূর পুকুর পাড়ের গোসলের ভাঙ্গা ঘাট,
স্বাধীনতা তুমি কৃষাণীর ছেলের রক্তমাখা সাদা শার্ট।
নীলাভ আকাশে চাঁদ-তারা বারুদের পোড়া গন্ধ,
স্বাধীনতা তোমায় পেতেই হবে এই শপথে মোরা অন্ধ।

মুক্ত আকাশ, উড়ন্ত পতাকা বালিকার দুরন্ত কেশ,
স্বাধীনতা তুমি দিয়েছ মোদের লাল-সবুজের বাংলাদেশ।


আরো সংবাদ



premium cement