কবি মুস্তফা হাবীবের ৬১তম জন্মদিন বুধবার
- ৩১ ডিসেম্বর ২০২৪, ১৯:২৪
বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের কবি মুস্তফা হাবীবের জন্মদিন বুধবার (১ জানুয়ারি)। ১৯৬৫ সালের এ দিন জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম মো: সিরাজুল ইসলাম। পিতার নাম মো: আবদুল লতিফ মুন্সী ও মাতা রেনু বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে অনার্স মাস্টার্স পাশ করেন। তিনি শিক্ষকতা পেশায় কর্মরত ছিলেন। বর্তমানে অবসরে আছেন।
তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো- স্বপ্নের মুখোমুখি জীবন, একটু দাঁড়াও সুমিত্রা, নিসর্গ রমণী, একমুঠো স্বর্ণকমল, নন্দিতার সেই চিঠি, যে ঠোঁটে বসন্তের সৌরভ, মন পবনের নৌকো, আমি সেই কিংবদন্তী, তুমি আছো বলেই পৃথিবী সুন্দর, সমর্পিত এই আমি। কিশোরকাব্য- নীলমণিদের ঘুড়ি, রূপম দেখবে আকাশ। ছড়াগ্রন্থ- ডিজিটাল এই দেশে।
অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে- ময়ূর নীলিমা (গল্পগ্রন্থ ), বিধ্বস্ত বালিয়াড়ি (নাটক), এইসব জলের নূপুর (উপন্যাস )।
সম্পাদনা কাব্যসংকলন- শান্তি ও সুন্দরের জন্য কবিতা, একশো শ্রেষ্ঠ প্রেমের কবিতা, এই সময়ের কবি ও কবিতা, মলাটবন্দী স্বপ্নের মায়াজাল।
তিনি কবিতায় অসামান্য অবদানের জন্য কবি আবু জাফর ওবায়দুল্লাহ পুরস্কার, মাদার তেরেসা সম্মাননা, অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, কবি জীবনানন্দ স্মৃতিপদক, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সম্মাননা, কবি আহসান হাবীব সম্মাননা, বিদ্যাপীঠ সাহিত্য সম্মাননা ও কবি সুফিয়া কামাল পুরস্কার লাভ করেন।
সম্পাদনা করেন কবিতার ছোটকাগজ অরুণিম। বরিশালের গৌরনদী উপজেলার শরিকলে তিনি লোকসাহিত্য একাডেমি নামে একটি গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বর্তমানে তিনি সেখানেই বসবাস করেন।
কবি মুস্তফা হাবীব জাতীয় কবিতা পরিষদ, বরিশাল জেলা শাখার সভাপতি। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা