১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ব্যাঙের দাম ২ লাখ টাকা! বিষে মৃত্যু হতে পারে ১০ জনের

ব্যাঙের দাম ২ লাখ টাকা! বিষে মৃত্যু হতে পারে ১০ জনের - ছবি : সংগৃহীত

চোরাপথে এমন অনেক প্রাণী আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়, যার দাম লাখ লাখ টাকা। শুধু তাই-ই নয়, বেশ কিছু কীট এবং সরীসৃপও আছে যাদের আন্তর্জাতিক বাজারদরও বেশ চড়া। তার মধ্যে একটি হলো ‘ডার্ট ব্যাঙ’। এই ব্যাঙ নানা রঙের এবং আকর্ষণীয় হয়। যদিও এগুলোর রঙের সৌন্দর্যে মৃত্যু লুকিয়ে রয়েছে। আকারে খুই ছোট এই ব্যাঙ। কিন্তু এক একটি ব্যাঙের শরীরে যে পরিমাণ বিষ মজুত থাকে, তাতে ১০ জনের মৃত্যু হতে পারে। কিন্তু তার পরেও এই ব্যাঙের চাহিদা বিপুল। নেপথ্যে কারণ কী?

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মহামূল্যবান, একইসাথ বিষাক্ত এই ব্যাঙ ‘পয়জন ডার্ট ফ্রগ’ নামে পরিচিত। কমলা, হলুদ, নীল, সবুজ- নানা আকর্ষণীয় রঙের হয় এই ব্যাঙ। ইউরোপ এবং আমেরিকায় অনেকেই এই ব্যাঙ আবার পোষেন। এই ব্যাঙ সবচেয়ে বেশি পাওয়া যায় কলম্বিয়ায়। আর এখান থেকেই এই ব্যাঙের সবচেয়ে বেশি চোরাকারবার হয়। এই ব্যাঙ খুবই দুর্লভ প্রজাতির। এই প্রজাতির ব্যাঙের মধ্যে সবুজ এবং কালো রঙের ব্যাঙ খুবই দুর্লভ। তবে কলম্বিয়ার ওফগা ব্যাঙের চাহিদা বিশ্বে সবচেয়ে বেশি।

সাধারণভাবে একটি ডার্ট ব্যাঙের দাম ৩০ থেকে ৭০ ডলার। তবে বিশেষ কোনো কোনোটির দাম কয়েক শ' ডলার পর্যন্ত ওঠে।

এই ব্যাঙ কেন এত মূল্যবান? বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ব্যাঙের শরীরে যে বিষ থাকে, সেই বিষ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। দ্বিতীয়ত, এই ব্যাঙ দেখতে আকর্ষণীয় হওয়ার কারণে আমেরিকা এবং ইউরোপে বহু পরিবার পোষেন। যার জেরে এই ব্যাঙের চাহিদা সব সময় বেশি থাকে। এশিয়াতেও এই ব্যাঙের চাহিদা বাড়ছে। বেশ কয়েকবার পাচার করার সময় বিভিন্ন বিমানবন্দর থেকে উদ্ধারও হয়েছে এই ব্যাঙ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
কুয়াকাটায় সাবেক মেয়রের দুর্নীতির বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে যুবলীগের ২ নেতা গ্রেফতার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ নাতনিকে অপহরণে বাধা দেয়ায় নানিকে হত্যার অভিযোগ, আহত ২ ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন সাবেক ৫ এমপির স্ত্রী-সন্তানসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জানতে চায় ট্রাইব্যুনাল সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার ইসরাইলি হামলায় ২১ জন নিহত : বেসামরিক প্রতিরক্ষা সংস্থা

সকল