২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিশ্বের একমাত্র সাদা জিরাফকে বাঁচাতে মরিয়া চেষ্টা

বিশ্বের একমাত্র সাদা জিরাফকে বাঁচাতে মরিয়া চেষ্টা - ছবি : সংগৃহীত

কেনিয়ার বাসিন্দা সাদা জিরাফকে চোরাশিকারীদের হাত থেকে বাঁচাতে তৎপর ইসাকবিনি হিরোলা সংরক্ষিত এলাকার বনকর্মীরা। বিশ্বের বিরলতম এই প্রাণীকে বাঁচিয়ে রাখতে তার শরীরে লাগিয়ে দেয়া হয়েছে একটি জিপিএস ট্র্যাকিং ডিভাইস।

কয়েক মাস আগেও এতটা একা ছিল না ধবধবে সাদা জিরাফটি। কেনিয়ার ওই জঙ্গলে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল সবমিলিয়ে তিনটি সাদা জিরাফ। হঠাৎ করেই দু’টি জিরাফ নিখোঁজ হয়ে যায়। পরে পাওয়া যায় তাদের কঙ্কাল। তখনই বোঝা যায় ওই স্ত্রী সাদা জিরাফ এবং তার শাবকটিকে হত্যা করেছে চোরা শিকারীরা। স্ত্রী জিরাফটি মারা যাওয়ার পরেই নিশ্চিত হয়ে যায় পৃথিবীতে আর কোনো সাদা জিরাফের জন্ম হবে না। পুরুষ জিরাফটি তারপর থেকে একেবারেই একলা হয়ে পড়ে।

এই পরিস্থিতিতে পৃথিবীর একমাত্র জীবিত সাদা জিরাফটিকে বাঁচিয়ে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ বন দপ্তরের কর্মীরা। তার ভোঁতা শিংয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে একটি জিপিএস ট্র্যাকিং ডিভাইস। এর সাহায্যেই সারাক্ষণ তার গতিবিধি নজরে রাখা হবে। প্রতি এক ঘণ্টায় পিং করে সমস্ত নিরাপত্তা কর্মীদের নিজের উপস্থিতি জানান দেবে যন্ত্রটি। কোনও অনিয়ম দেখলেই সতর্ক হয়ে যাবেন কর্মীরা। নেবেন প্রয়োজনীয় ব্যবস্থা।

২০১৭ সালে প্রথমবার এই বিরল প্রজাতির জিরাফের কথা জানা যায়। জিরাফ পরিবারটিকে নিয়ে তৈরি হয় একটি তথ্যচিত্র। তারপর থেকেই তাদের দেখতে ভিড় জমাতে থাকেন পর্যটকরা। জিনের সমস্যার কারণেই এই জিরাফদের রং সাদা।

সূত্র : আজকাল


আরো সংবাদ



premium cement
জাতিসঙ্ঘে ইয়ং অ্যাক্টিভিস্ট লরিয়েট সম্মাননা পেলেন বাংলাদেশের সোহানুর বাংলাদেশে দুর্যোগে গত বছর ঘরবাড়ি ছেড়েছে প্রায় ১৮ লাখ মানুষ বাংলাদেশেও চাপে পড়তে পারেন আদানি বৈষম্যমুক্ত পরিবেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান আগে নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যাবে : ড. তোফায়েল তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আজ তিনটি আবেদনের শুনানি শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যু বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের পাশে থাকবে জামায়াত : ডা: শফিক নেতানিয়াহুর বৈশ্বিক চলাচল সঙ্কুচিত হয়ে পড়েছে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে : সেখ বশির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পদ এখনো সুবিধাভোগীদের দখলে

সকল