মানুষের সাইজের বাদুড় ফিলিপাইনে! ভাইরাল ছবিটি ঘিরে জল্পনা-আতঙ্ক...
- ০৮ জুলাই ২০২০, ০৬:৪১
একঝলকে দেখলে মনে হবে, একটি মানুষ কালো আলখাল্লা পরে ঝুলছে! পা দুটি আঁটকানো উপরে৷ গা শিউরে ওঠার জোগাড়৷ আসলে ওটা একটি বাদুড়৷ ইন্টারনেটে ভাইরাল সেই ছবি৷ নেটিজেনরা অবাক৷ এও কি সম্ভব? একটি মানুষের মাপের বাদুড় হতে পারে? অনেকে অবশ্য বিশ্বাস করতে চাইছেন না৷
ডেইলি মেইল-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ছবিটি ফিলিপাইনের৷ এই ধরনের বাদুড় নিরামিষাশী হয়৷ সাধারণত ফল খেয়ে বেঁচে থাকে৷ এশিয়ার বহু দ্বীপে এই প্রজাতির বাদুড় দেখা যায়৷ এরা অন্যান্য বাদুড়ের চেয়ে বড় তো হয়ই, এদের ডানার মাপ কম করে ৫ ফুট হতে পারে৷ ফলে ছবিতে এত বড় মাপের দেখায়৷ অনেকে বলছেন, ফটোগ্রাফারের হাতের কারসাজিতেও এতটা বড় দেখাতে পারে বাদুড়টিকে৷
টুইটারে এই বাদুড়ের ছবি ইতিমধ্যেই ১.৯ লাখ বার রিটুইট হয়েছে ও ২.৭ লাখ লাইক পড়েছে৷ ছবিটির ক্যাপশন আরও গা ছমছমে৷ লেখা রয়েছে, 'মনে আছে, তোমায় বলেছিলাম, ফিলিপাইনে মানুষের সাইজের বাদুড় রয়েছে? এইটার কথাই বলছিলাম৷'
বেশির ভাগ মানুষই ট্যুইটারে ভয় পেয়েছেন ওই ছবিতে৷ একজন লিখছেন, 'বিষয় হলো, এই বাদুড়ের ডানার সাইজ ৫.৫৮ ফুট৷ উচ্চতাও ততটাই ভয়ঙ্কর৷'
সূত্র : নিউজ ১৮
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা